অনবদ্য এক জয় পেল বাংলাদেশ দল। শেষ মুহূর্তের অবিশ্বাস্য নাটকীয়তায় জিম্বাবুয়েকে তিন রানে হারিয়ে জয়ের ধারায় ফিরলো টাইগাররা। আসলে শেষ মুহূর্তটাই ম্যাচ জয়টাকে অনবদ্য বানিয়ে দিল।
১৫১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই চার উইকেট হারিয়ে ম্যাচে পিছিয়ে পড়ে জিম্বাবুয়ে। তবে অলরাউন্ডার শন উইলিয়ামস ও রায়ান বার্ল মিলে প্রায় জিতিয়েই দিচ্ছিলেন তাঁদের। যদি না সাকিব আল হাসান দুর্দান্ত এক রানআউটে শন উইলিয়ামসকে না ফেরাতেন তবে জয়ের বদলে হার নিয়েই মাঠ ছাড়তে হতো তাদের।
তবুও শেষ দিকে প্রায় জিতেই যাচ্ছিলো নুরুল হাসান সোহানের ভুলে। তবে মোসাদ্দেক সৈকতের বুদ্ধিদীপ্ত বোলিংয়ে ম্যাচ জিতে নেই সাকিব আল হাসানের দল।
ম্যাচ শেষে সাংবাদিকদের সাথে কথা বললেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি ম্যাচের রোমাঞ্চ আচঁ করতে পেরে বলেন, ‘এমন ম্যাচ দেখলে দর্শকদের হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। অসাধারণ এক ম্যাচ খেলেছে বাংলাদেশ।’
ডেথ ওভারে ব্যাটিং-বোলিংয়ে বাংলাদেশ বাকি দল গুলো থেকে অনেক পিছিয়ে। এ নিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘আমরা জানি টি টোয়েন্টিতে আমরা খারাপ দল। ধীরে ধীরে ভালো করতে হবে। আমরা আজকে ভালো খেলেছি তবে শেষ তিন ওভারে বেশি রানও দিয়ে ফেলেছি। ব্যাটিংয়ের সময়ও শেষ তিন ওভারে রান করতে পারিনি। এটা ঠিক করতে হবে।’
বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজে খারাপ খেললেও দারুণ ভাবে ফিরে এসেছেন মুস্তাফিজ। তাও বিসিবি প্রধানের নজর এড়াইনি। তিনি বলেন, ‘তাসকিন ভালো করছে তা দেখছি। তবে মুস্তাফিজও দারুণ বোলিং করছে। বিশ্বকাপে সে প্রতিটি ম্যাচেই ভালো করছে।’
জিম্বাবুয়ের বিপক্ষে জয়ের পর বিসিবি সভাপতির চাওয়া আরেক জয়ের, ‘আমি এই বিশ্বকাপে তিনটা ম্যাচে জিততে পারলে খুশি । ইতোমধ্যে দুইটা জিতেছি। বাকি দুই ম্যাচের মধ্যে একটাতেই জিততে পারলে আমি সন্তুষ্ট। তা ভারতের সাথেও জিততে পারি কিংবা পাকিস্তানের সাথেও।’
বিসিবি সভাপতির মতোই সমর্থকদের চাওয়া জিম্বাবুয়ের বিপক্ষে অসাধারণ জয়ের পর নিজেদের শেষ দুই ম্যাচে ভালো কিছু করুক টাইগাররা। শেষটা রাঙিয়ে বিশ্বকাপ শেষ করুক সাকিব আল হাসান-নাজমুল হোসেন শান্তরা।