প্রথম ম্যাচেই হার চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে, দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ের কাছে। ফেভারিট হিসেবে টুর্নামেন্ট শুরু করা পাকিস্তান দুই হারে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার মুখে। নিজেদের তৃতীয় ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ছয় উইকেটে জিতে কাগজে কলমে সেমিফাইনাল খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখল পাকিস্তান।
পার্থে টস জিতে ব্যাট করতে নেমে পাকিস্তানের পেস বোলিংয়ের তোপের মুখে পড়েন নেদারল্যান্ডসের ওপেনাররা। পাওয়ারপ্লেতে এক উইকেট হারালেও ৬ ওভার শেষে দলের রান ছিলো মাত্র ১৯। শুরুর ধাক্কা কাটিয়ে উঠতে পারেনি নেদারল্যান্ডস। প্রতিটা ব্যাটারই পাকিস্তানের বোলারদের গতির সামনে কুপোকাত হতে থাকে। দশ ওভার শেষে দলের রান দাঁড়ায় মাত্র ৩৪ তিন উইকেট হারিয়ে।
চতুর্থ উইকেটে অধিনায়ক স্কট এডওয়ার্ডস ও কলিন অ্যাকারম্যানের ৩৫ রানের জুটিতে ম্যাচে ফেরার চেষ্টা করে তারা। দলীয় ৬১ রানে কলিন অ্যাকেরম্যানের বিদায় করেন স্পিনার শাদাব খান। এরপর অধিনায়ক স্কট এডওয়ার্ডস পরের ওভারে আউট হয়ে যান।
শেষ দিকে পাকিস্তানের বোলিংয়ের সামনে আর কোনো ব্যাটার দাঁড়াতে না পারলে ২০ ওভারে ৯ উইকেটে ৯১ রানে থামে নেদারল্যান্ডস ইনিংস। স্কট এডওয়ার্ডস ও কলিন অ্যাকেরম্যান ছাড়া আর কোনো ব্যাটার দুই অঙ্কের স্কোর ছুঁতে পারেননি। পাকিস্তানের শাদাব খান তিন উইকেট শিকার করেন।
৯১ রানের জবাবে আবারো ধীরগতির শুরু পাকিস্তানের। অধিনায়ক বাবর আজম শুরুতেই রান আউটে কাঁটা পড়েন। এরপর উইকেটে আসেন অনেক আলোচনা-সমালোচনার পর দলে ডাক পাওয়া ফখর জামান। উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান ও ফখর জামান মিলে ৩৭ রানের জুটি গড়েন।
১৬ বলে ২০ রান করে ফখর জামান ব্রেন্ডন গ্লোভারের বলে সাজঘরে ফিরে গেলে ৫৩ রানে দ্বিতীয় উইকেটের পতন ঘটে পাকিস্তানের। শেষ দিকে ইনফর্ম শান মাসুদকে নিয়ে বাকি পথটুকু নির্বিঘ্নে করলেও জয়ের ৯ রান আগে থেমে মোহাম্মদ রিজওয়ান। শেষ পর্যন্ত ১৩.৫ ওভারে চার উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছায় পাকিস্তান।
বিশ্বকাপে নিজের প্রথম অর্ধশতক তুলে নেওয়ার একরান আগে ভ্যান ম্যাকেরেনের বলে ক্যাচ দিয়ে ফিরে যান আইসিসির এক নাম্বার টি টোয়েন্টি ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। ৩৯ বলে ৪৯ রান তোলেন এই ডানহাতি ব্যাটার। নেদারল্যান্ডসের ব্রেন্ডন গ্লোভার দুইটি উইকেট শিকার করেন।
এই জয়ে বিশ্বকাপের তৃতীয় ম্যাচে এসে নিজেদের পয়েন্টের খাতা খুললো পাকিস্তান। দুই পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ অবস্থানে আছে বাবর আজমের দল। অন্যদিকে তিন ম্যাচের সব ম্যাচেই হেরে নেদারল্যান্ডসের অবস্থান সবার শেষে।