সোমবার ইরানের বিরুদ্ধে ম্যাচটি দিয়েই ইংল্যান্ডের বিশ্বকাপ অভিযান শুরু হয়েছে। এই ম্যাচে রীতিমত গোলের বন্যা বইয়ে দিয়েছে ইংরেজরা। ইরানের বিপক্ষে ৬-২ এর স্কোরলাইন ইংরেজদের গোল উৎসবের সাক্ষ্য দেয়। ইংল্যান্ড দলের অধিনায়ক হ্যারি কেইন ম্যাচটিতে নিজে গোল না পেলেও সহায়তা করেছেন দুটিতে। তবে আশঙ্কার বিষয় হচ্ছে এই ম্যাচে হ্যারি কেইন গোড়ালিতে আঘাত পেয়েছেন। চোটটি কতটা গুরুতর তা জানার জন্য উনত্রিশ বছর বয়সী এই স্ট্রাইকার ডান গোড়ালিতে স্ক্যানের অপেক্ষায় আছেন।
দ্বিতীয়ার্ধের শুরুতে ইরানের মোর্তেজা পৌরালিগাঞ্জি থেকে একটি কঠিন ট্যাকেলের শিকার হয়েছেন হ্যারি। যার জন্য ম্যাচ শেষের ১৪ মিনিট বাকি থাকতেই মাঠ ছাড়তে হয় তাঁকে। দোহার খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম থেকে বের হওয়ার সময় পায়ে ব্যান্ডেজ করা অবস্থায় দেখা যায়।
যদিও ম্যাচের পরে ইংল্যান্ড দলের ম্যানেজার গ্যারেথ সাউথগেট জানিয়েছিলেন হ্যারি কেইন ‘ভাল’ আছেন। কিন্তু বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে যে হ্যারি ভাল রকমের আঘাত পেয়েছেন এবং স্ক্যানের পরেই তাঁর ফিট থাকার বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।
বিষয়টি এখনও স্পষ্ট নয় যে স্ক্যানটি স্রেফ সতর্কতামূলক পদক্ষেপ, নাকি সত্যিই চোটের ফলে করা হচ্ছে। টটেনহ্যামের এই স্ট্রাইকারের অবশ্য গোড়ালির লিগামেন্টের ইনজুরির ইতিহাস রয়েছে। ২০১৮-২০১৯ মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগের সময় এই ইনজুরি তাঁকে ভুগিয়েছিল।
ইংল্যান্ডের ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হওয়ার পথে আছেন হ্যারি কেইন। সময়ের পরিক্রমায় ফুটবল বিশ্বের প্রথম সারির ফুটবলারদের মধ্যে একজন হয়ে উঠেছেন তিনি।প্রতিভা আর পরিশ্রমের মিশলে নিজেকে নিয়ে যাচ্ছেন অনন্য এক উচ্চতায়। ইংল্যান্ডের জার্সিতে খেলেছেন ৭৬ টি আন্তর্জাতিক ম্যাচ।
তাঁর নামের পাশে গোলসংখ্যা ৫১ টি। ইংল্যান্ডের ইতিহাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ গোলদাতার নাম ওয়েইন রুনি। তাঁর ঝুলিতে গোল আছে ৫৩ টি। সেই হিসেবে হ্যারি কেন কেবল আর তিনটি গোল করলেই বনে যাবেন ইংলিশদের ইতিহাসের সেরা গোলদাতা। তাঁর ক্যারিয়ারে ইতোমধ্যেই রয়েছে একটি গোল্ডেন বুট।
এই বিশ্বকাপের মঞ্চে ইংল্যান্ড দলে হ্যারি কেইনকে বড্ড দরকার। দলের অধিনায়কত্বের পাশাপাশি স্ট্রাইকিং প্রান্তের গুরু দায়িত্ব যে তাঁর কাঁধে। মাত্র আট বছর বয়সে স্থূলকায় আর পরিশ্রমী নয় এই দোহাইয়ে আর্সেনালের একাডেমি থেকে বের করে দেয়া সেই হ্যারি কেইন আজ বনেছেন প্রথম সারির ফুটবলারদের একজন।
হার না মানা হ্যারিকে অন্তত চোটের দোহাই দিয়ে আটকে রাখা যাবে না। ইংলিশ সমর্থকদের আশা হ্যারি কেনের হারিকেন ঝড়ে লন্ডভণ্ড হবে প্রতিপক্ষের গোলবার। এই বিশ্বকাপের আসরে আরও কিছু মাইলফলক ছোঁয়া বাকি যে তাঁর!