ক্যাসেমিরোর গোলে নকআউটে ব্রাজিল

নিজেদের প্রথম ম্যাচে দুর্দান্ত জয় তুলে ফেভারিট তকমার প্রতি সুবিচার করে ব্রাজিল। সার্বিয়ার পর এবার সুইজারল্যান্ডকে হারিয়ে নক আউট পর্ব নিশ্চিত করলো পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ক্যাসেমিরোর একমাত্র গোলে বিশ্বকাপে প্রথমবার সুইসদের হারালো সেলেসাওরা।

কাতারে স্টেডিয়াম ‘৯৭৪’-এ গ্রুপ পর্বে নিজদের দ্বিতীয় ম্যাচে তাদের সবচেয়ে বড় তারকা নেইমারকে ছাড়াই খেলতে নামে ব্রাজিল। খেলার শুরু থেকে মিডফিল্ডে নেইমারের সেই শৈল্পিক ফুটবল যেন খুব করে মিস করছিল ব্রাজিল।

একাদশে আজ দুটো পরিবর্তন নিয়ে খেলতে নামে ব্রাজিল। ইনজুরিতে পড়া দানিলোর জায়গায় এডার মিলিটাও এবং নেইমারের বদলি হিসেবে নামেন ফ্রেড। প্রথমার্ধে খেলা গুছিয়ে নিতে বেশ কিসুক্ষণ সময় নিচ্ছিল দুই দলই। ব্রাজিলের খেলার ধরণ ছিল বেশ রক্ষণাত্মক।

গোলের সুযোগ তৈরি করতে ব্রাজিলের অপেক্ষা করতে হয় ২৮ মিনিট পর্যন্ত। রাফিনহার দুর্দান্ত ক্রসে গোলের সহজ সুযোগ নষ্ট করেন ভিনিসিয়াস জুনিয়র। খেলার ৩১ তম মিনিটে ডি বক্সের বাইরে থেকে নেয়া রাফিনহার দূরপাল্লার শট প্রতিহত করেন সুইস গোলরক্ষক ইয়ান সোমার।

প্রথমার্ধের একদম শেষ মুহুর্তে রাফিনহার কর্নার থেকে গোলের সুযোগ তৈরি হলেও সোমারের দক্ষতায় তা আর হয়নি। ফলে গোলশূন্য ড্র নিয়ে বিরতিতে যায় দুই দল।

৫৩ মিনিটে প্রতি আক্রমণে গোলের সুযোগ তৈরি করে সুইসরা। কিন্তু ব্যর্থ হয় সেই আক্রমণ। ৫৭ মিনিটে ভিনিসিয়াসের অসাধারণ ক্রসে পা লাগাতে ব্যর্থ হন আগের ম্যাচের হিরো রিচার্লিসন। ৬৪ মিনিটে ভিনিসিয়াসের গোলে উৎসবে মাতে ব্রাজিলিয়ানরা। কিন্তু ভিএআর এর সিদ্ধান্তে অফসাইডের কারণে বাতিল হয় সে গোল। এরপর একের পর এক আক্রমণ চালাতে থাকে ব্রাজিল। কিন্তু গোলমুখে সব আক্রমণই ব্যর্থ হচ্ছিল।

অবশেষে ৮৩ মিনিটে ক্যাসেমিরোর অসাধারণ ভলিতে ১-০ গোলে এগিয়ে যায় ব্রাজিল। আচমকা এক গোলে উদ্বেল হয় পুরো স্টেডিয়াম। এরপর আরো বেশ কয়টি আক্রমণ চালালেও লিড বাড়াতে পারেনি ব্রাজিল। টানা দ্বিতীয় জয়ে ফ্রান্সের পর এবারের বিশ্বকাপে দ্বিতীয় দল হিসেবে নক আউট পর্ব নিশ্চিত করলো সাম্বার দেশ ব্রাজিল।

নিজেদের শেষ গ্রুপ পর্বের ম্যাচে ক্যামেরুনের মুখোমুখি হবে তারা। হারলেও এখনো টিকে আছে সুইসদের আশা। গ্রুপের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ সার্বিয়া। অন্যদিকে, নিশ্চয়ই ব্রাজিলের লক্ষ্য এবার গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link