‘আমাকে যেন বাকিদের মতই দেখা হয়’

পাঁচ বারের ব্যালন ডি অর জয়ী তারকা খেলবেন নতুন দলের হয়ে। আল নাসেরে ক্রিশ্চিয়ানো রোনালদোকে বরণ করে নেবার আয়োজন যে বিশাল হবে তা অনুমেয়ই ছিল। আল নাসেরের মাঠ মরসুল পার্কে তিল ধারণের জায়গা ছিল না রোনালদোকে স্বাগত জানাতে।

এর আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে আল নাসের প্রেসিডেন্ট মুসাল্লি আল মুয়াম্মার হাজির হন রোনালদোকে সাথে নিয়ে। সংবাদ সম্মেলনেই আল নাসের প্রেসিডেন্ট জানান, দলের অন্য সবার মতই যেন রোনালদোকে দেখা হয় এমন আবদার করেছেন রোনালদো।

মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসর উয়েফা চ্যাম্পিয়নস লিগের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা ক্রিশ্চিয়ানো রোনাদলকে সংবাদ সম্মেলনে ‘বিশ্বের সর্বকালের সেরা ফুটবলার’ হিসেবে পরিচয় করিয়ে দেয়া হয়। ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাসে খেলার পর ইউরোপে নিজের ক্যারিয়ারের ইতি টেনে আল নাসেরে যোগ দিয়েছেন রোনালদো।

রোনালদোকে দলে ভিড়িয়ে তাই উচ্ছ্বসিত আল নাসের কর্তৃপক্ষ। আল নাসের প্রেসিডেন্ট বলেন, ‘আমাদের সাথে কথা বলার সময় রোনালদো চেয়েছে যেন ক্লাবের নিয়ম আর উপহারের ক্ষেত্রে আল নাসেরে রোনালদোর বাকি সতীর্থদের মতই দেখা হয় তাকে।’

বার্ষিক প্রায় ২১ মিলিয়ন ডলার চুক্তিতে রোনালদোকে দলে ভিড়িয়েছে সৌদি আরবের লিগে দ্বিতীয় অবস্থানে থাকা আল নাসের। এত বিপুল পরিমাণ পারিশ্রমিকে রোনালদোকে দলে ভেরালেও ক্লাবের ইমেজ আর ব্যবসায়িক খাতের জন্য চুক্তিটি লাভজনক হয়েছে বলেই মনে করছেন আল নাসের প্রেসিডেন্ট, ‘চুক্তিটি ব্যবসায়িক ভাবে লাভজনক হয়েছে মুনাফার দিক থেকে এবং সামনে আরো অনেক কিছু জানানো হবে।’

তিনি আরো জানান, ‘রোনালদোর সাথে চুক্তিটি শুধু ফুটবলেই সীমাবদ্ধ নয়, সে আমাদের পরিকল্পিত আল নাসের একাডেমির জন্য কাজ করবে। এর পাশাপাশি সে ক্লাবের ইতিহাস এবং ভক্তদের মাঝে জনপ্রিয়তা বাড়ানোর জন্যও কাজ করবে।’

নতুন ক্লাবে নতুন চ্যালেঞ্জ নিতে পেরে খুশি রোনালদোও। সংবাদ সম্মেলনে রোনালদো বলেন, ‘আমার কাছে ইউরোপ থেকে অনেক প্রস্তাব এসেছে। এছাড়াও ব্রাজিল, অস্ট্রেলিয়া আর যুক্তরাষ্ট্র থেকেও অনেক প্রস্তাব এসেছে। কিন্তু আমি এই ক্লাবকে কথা দিয়েছিলাম।’

নিজের চিরচেনা রূপেই নতুন ক্লাবের সংবাদ সম্মেলনে কথা বললেন রোনালদো, ‘আমার চুক্তিটি অভিনব কারণ আমি নিজে একজন অভিনব খেলোয়াড়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link