পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শেষ হবার পরপরই আফগানিস্তানের বিপক্ষে এওয়ে সিরিজ খেলতে সংযুক্ত আরব আমিরাত যাচ্ছে পাকিস্তান। তিন ম্যাচের সেই টি-টোয়েন্টি সিরিজে পূর্ণ শক্তির দল পাঠাচ্ছে না পাকিস্তান। দলে আসছে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ পরিবর্তন।
অধিনায়ক বাবর আজম ও উইকেট রক্ষক মোহাম্মদ রিজওয়ানকে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে বিশ্রাম দিতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বাবর আজমের জায়গায় অধিনায়কত্ব করতে পারেন পেসার শাহীন শাহ আফ্রিদি।
পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজ জানিয়েছে, তরুণদের পরখ করে দেখতেই এই সিরিজে বিশ্রাম দেয়া হচ্ছে নিয়মিত কয়েকজন খেলোয়াড়কে। বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের বিশ্রামে এই সিরিজে সুযোগ পেতে পারেন পিএসএলে দারুণ খেলতে থাকা ব্যাটার সেলিম আইয়ুবের।
এছাড়া আরেক ওপেনার হাসিবুল্লাহ খানও ডাক পেতে পারেন প্রথমবারের মত। পাকিস্তানের হয়ে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলা উইকেট রক্ষক ব্যাটার আজম খানও ফিরতে পারেন দলে। সম্প্রতি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ও এরপর পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দারুণ ফর্মে আছেন তিনি।
এর আগে পাকিস্তান-আফগানিস্তান সিরিজের সূচি পুন:র্নির্ধারণ করা হয়েছে। এক দিন এগিয়ে এনে সিরিজ শুরু হবে ২৪ মার্চ। সিরিজের সূচি পরিবর্তনের বিষয়ে আয়োজক আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) জানায় সিরিজের সূচি পরিবর্তনের কারণ। সংস্থাটি বলেছে, ‘আগে ম্যাচের যে দিন তারিখ ঠিক করা ছিলো সেই তারিখে হক-আই প্রযুক্তি না পাওয়ায় সূচি পালটানো হয়েছে।’
এছাড়া আফগানিস্তান সিরিজে পাকিস্তানের কোচিং প্যানেলেও আসতে যাচ্ছে পরিবর্তন। সর্বশেষ নিউজিল্যান্ড সিরিজে দায়িত্ব পালন করা সাকলাইন মুস্তাকের চুক্তির মেয়াদ শেষ হয়েছে গত মাসেই।
এছাড়াও পাকিস্তানের ‘অনলাইন কোচ’ মিকি আর্থারের সাথে চুক্তি নিয়ে দেখা দিয়েছে জটিলতা। তাই আগের সিরিজে ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করা মোহাম্মদ ইউসুফকেই প্রধান কোচের দায়িত্ব দেয়া হতে যাচ্ছে বলেই গুঞ্জন শোনা যাচ্ছে।