পিএসজি ছাড়ার গুঞ্জনটা ছিল আগে থেকেই। লিওনেল মেসির দেয়া বেতন বাড়ানোর প্রস্তাবে রাজি হয়নি প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)। তার ওপর পিএসজি ম্যানেজমেন্ট থেকে আগেই জানানো হয়েছিল এবারের চ্যাম্পিয়ন্স লিগ জিততে না পারলে নতুন ভাবে ঢেলে দল সাজাবে পিএসজি।
সেই ঢেলে সাজানো দলে মেসি,নেইমাররা থাকবেন না তাও মোটামুটি নিশ্চিতই ছিল। তাই বায়ার্নের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের পর মেসির প্যারিস ছাড়াটাও নিশ্চিতই হয়ে যায়।
আলোচনাটা ছিল পিএসজি ছেড়ে কোথায় যাবেন মেসি। ইন্টার মিয়ামি অথবা নিউওয়েলস ওল্ড বয়েজ কিংবা সৌদি আরবের আল হিলাল আলোচনায় থাকলেও আরো বছর দুয়েক ইউরোপেই থাকতে চান মেসি। ফরাসি সংবাদমাধ্যম ফুট মারকাতর বলছে, বার্সেলোনায় ফেরার বিষয়টি নিয়ে এখন গুরুত্ব সহকারে ভাবছেন এই ক্ষুদে জাদুকর।
এই মৌসুমেই শেষ হচ্ছে পিএসজির সাথে মেসির চুক্তি। এর মধ্যে চুক্তি নবায়ন না হলে সামনের গ্রীষ্মকালীন দলবদলে ফ্রি এজেন্ট হয়ে যাবেন মেসি। গত শীতকালীন দলবদলের পরপর মেসির সাথে চুক্তি নবায়নের যে সম্ভাবনা তৈরি হয়েছিল তা এখন অনেকটাই অতীত।
তাই মেসির নতুন গন্তব্যই এখন ইউরোপীয় ফুটবলের অন্যতম হট টপিক। মেসির নতুন গন্তব্য নিয়ে আলোচনা চারদিকে। মেসির নতুন ক্লাব হিসেবে বেশ কিছু ক্লাবের নাম শোনা গেলেও মেসির বাবা হোর্হে মেসি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন সে সবই মিথ্যে।
তবে, বার্সেলোনায় ফেরার সম্ভাবনা নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি। তাই মেসির কাতালান শিবিরে ফেরার গুঞ্জন আবারো প্রবল হয়ে উঠেছে।
২০২১ সালে চোখের জলে ন্যু ক্যাম্পকে বিদায় জানানোর সময়ই মেসি বলেছিলেন আবারো ফিরে আসবেন নিজের এই ঘরে। সব সমীকরণ বিবেচনার পর এই মূহুর্তে মেসির বার্সেলোনায় ফেরার গুঞ্জনটা উড়িয়েও দেয়া যাচ্ছে না। পিএসজিতে কোচ গালতিয়ের সাথে বিরোধ, পিএসজির চ্যাম্পিয়ন্স লিগে ব্যর্থতা মেসিকে পিএসজি ছাড়তে উদ্বুদ্ধ করছে অনেকটা।
২০২১ সালে পিএসজিতে আসার পর প্রথম বছরটা মোটেও ভালো যায়নি মেসির। তবে পরের মৌসুম থেকে ঠিকই নিজেকে মানিয়ে নিয়েছেন তিনি। এবার জিতেছেন ফিফা দ্যা বেস্ট পুরস্কারও। পিএসজিকে একক নৈপুণ্যে বেশ কয়েকটি ম্যাচ জেতালেও পিএসজির জার্সিতে মেসির নিবেদন নিয়েই প্রশ্ন তুলেছেন পিএসজির সাবেক ফুটবলাররা।
সাবেক ফরাসি উইংগার জেরম রোথেন তো বলেই ফেলেছিলেন, আর্জেন্টিনার হয়ে যতটা নিবেদন দিয়ে খেলেন মেসি তা খেলেন না পিএসজির জার্সিতে। মেসিকে কেনা পিএসজির ভুল সিদ্ধান্ত বলেও মন্তব্য করেছিলেন তিনি।
যদিও লাপোর্তা বার্সা প্রেসিডেন্ট থাকাকালীন মেসি ন্যু ক্যাম্পে ফিরবেন না বলেই জানিয়েছিলেন তাঁর বাবা ও ভাই। কিন্তু দলবদলের বাজারে শেষ কথা বলে কিছুই নেই। আর প্রসঙ্গটা যখন নিজের ঘরে ফেরার, তখন নিশ্চয়ই সব মান-অভিমানকে এক পাশে সরিয়ে রাখতেই চাইবেন মেসি। ফরাসি গণমাধ্যম গুলো অন্তত সেই কথাই বলছে।