বর্তমানে তিন ফরম্যাটেই ভারতের অধিনায়কের দায়িত্ব পালন করছেন রোহিত শর্মা। গত বছর অধিনায়ক হিসেবে বিরাট কোহলির উত্তরসূরি হিসেবে দায়িত্ব পান তিনি। তবে তাঁর অধীনে বেশ কয়েকজন ক্রিকেটার বাজে পারফর্ম করেছেন যারা কিনা বিরাট কোহলির অধীনে ছিলেন দুর্দান্ত। আসুন দেখে নেয়া যাক, সেই পাঁচ ক্রিকেটারকে যারা কিনা রোহিতের তুলনায় কোহলির অধিনায়কত্বেই বেশি সফল ছিলেন।
- মায়াঙ্ক আগারওয়াল
ডান-হাতি ব্যাটসম্যান মায়াঙ্ক আগারওয়ালের জাতীয় দলে আবির্ভাব হয়েছিল টেস্ট স্পেশালিস্ট হিসেবে। বিরাট কোহলির অধীনে ক্যারিয়ারের শুরুটা দুর্দান্তভাবে হয়েছিল এই তারকার। নিজের প্রথম চার টেস্টেই দুই ফিফটি এবং এক সেঞ্চুরিতে ৪৪.১২ গড়ে ৩৫৩ রান করেন।
কিন্তু ভারতের অধিনায়কত্ব বদলের সাথে সাথে যেন ফিকে হয়েছে আগারওয়ালের ব্যাটে রানের ধারা। ২০২২ সালে রোহিত শর্মার অধীনে সাত ইনিংসে মোটে ১৩০ রান করেন।
- ঋষাভ পান্ত
এই তালিকায় ঋষাভ পান্তের নাম দেখে অনেকেই চমকে উঠতে পারেন। তবে আশ্চর্যজনক হলেও সত্য রোহিত শর্মার তুলনায় বিরাট কোহলির অধীনেই বেশি সফল ছিলেন এই উইকেটকিপার ব্যাটসম্যান।
বিশেষ করে টি-টোয়েন্টি ফরম্যাটে কোহলির অধীনে রীতিমতো অপ্রতিরোধ্য ছিলেন এই তারকা। ২০২১ সালে মিডল অর্ডারে ব্যাট করে ১০ ম্যাচে ৩০.৪২ গড়ে ২১৩ রান করেন পান্ত।
অন্যদিকে, রোহিতের অধীনে তাঁর পরিসংখ্যান খানিকটা বিবর্ণ। ২০২২ সালে ২১ ম্যাচে ২১.৩৪ গড়ে ৩৬৪ রান করেন এই তারকা।
- লোকেশ রাহুল
সাম্প্রতিক সময়ে ভারতীয় ক্রিকেটে সবচেয়ে আলোচিত এক নাম লোকেশ রাহুল। দীর্ঘদিন যাবত রান খরায় ভুগতে থাকা রাহুলকে টানা সুযোগ দিয়ে গেলেও এখনো অধিনায়কের আস্থার প্রতিদান দিতে পারেননি এই তারকা। অথচ বিরাট কোহলির অধীনে স্বপ্নের মতো এক সময় কাটিয়েছেন রাহুল।
বিরাটের অধীনে ১০ টেস্টে ৪৩.১২ গড়ে ৪৬১ রান করেন রাহুল। অন্যদিকে ২০২২ সালে দুই টেস্টে মাত্র ২০ গড়ে ৮০ রান করেন এই তারকা। যদিও এখনো এই তারকার ফিরে আসার ব্যাপারে পূর্ণ ভরসা আছে অধিনায়ক রোহিত শর্মার।
- ওয়াশিংটন সুন্দর
অস্ট্রেলিয়ার মাটিতে ব্যাটে – বলে দারুণ পারফর্ম করে রীতিমতো সাড়া ফেলে দিয়েছিলেন অফস্পিনিং অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। টি-টোয়েন্টিতে পাওয়ার প্লে’তে কার্যকরী বোলিংয়ের সুনাম আছে সুন্দরের।
কোহলির অধীনে মাত্র ৭.৮০ ইকোনমিতে সাত ম্যাচে ছয় উইকেট শিকার করেন তিনি। অন্যদিকে ২০২২ সালে মাত্র একটি ম্যাচে মাঠে নামেন তিনি। সেই ম্যাচে একটি উইকেট শিকার করলেও তাঁর ইকোনমি ছিল ১২। ফলশ্রুতিতে পরের ম্যাচেই একাদশ থেকে বাদ পড়েন তিনি।
- অক্ষর প্যাটেল
সাম্প্রতিক সময়ে অক্ষর প্যাটেলের ক্যারিয়ারে রীতিমতো পুর্নজাগরণ ঘটেছে। ব্যাটে বলে দারুণ পারফর্ম করে জাতীয় দলে নিজের জায়গাটা পাকা করে নিয়েছেন এই অলরাউন্ডার।
তবে কোহলির অধীনেই বেশি সফল ছিলেন এই তারকা। বাঁ-হাতি এই স্পিনার ১০ টেস্টে ১১.৮৬ গড়ে শিকার করেন ৩৬ উইকেট। অন্যদিকে, রোহিতের অধীনে দুই টেস্টে শিকার করেন তিন উইকেট।