আমিরকে মিথ্যা আশ্বাস দেয় পাকিস্তান

মোহাম্মদ আমিরকে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরিয়ে আনার জন্য তাঁর সাথে যোগাযোগ করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)- এমন খবরে রীতিমতো সরগোল পড়ে গিয়েছিলো। প্রায় আড়াই বছর আগে যিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সেই আমিরের সাথে পাকিস্তানের এক নির্বাচক যোগাযোগও করেছেন। এমন খবরই ছড়িয়ে পড়েছিলো আন্তর্জাতিক গণমাধ্যম গুলোতে।

তবে প্রবলভাবে ছড়িয়ে পড়া এই খবর নিয়ে এবার ভুল ভাঙলেন পাকিস্তানের প্রধান নির্বাচক হারুন রশিদ। লোহোরে এক সংবাদ সম্মেলনে হারুন সরাসরি অস্বীকার করেছেন আমিরের সাথে নির্বাচক কমিটির সদস্যের যোগাযোগ করার খবর। আরেক আনুষ্ঠানিক বিবৃতিতে পিসিবিও নিশ্চিত করেছে আমিরের সাথে বোর্ডের পক্ষ থেকে কোনো প্রকার যোগাযোগ করা হয়নি।

পাকিস্তানেরই একটি স্থানীয় সংবাদ মাধ্যম সামা টিভি খবর প্রকাশ করেছিলো, আমিরকে জাতীয় দলে ফেরার জন্য প্রস্তুত থাকতে বলেছেন একজন নির্বাচক। এছাড়াও গণমাধ্যমে বিতর্কিত মন্তব্য না করে ক্রিকেটে মনযোগী হবার পরামর্শও দেয়া হয়েছে আমিরকে।

এমন খবর দ্রুতই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পাকিস্তান সহ সারা বিশ্বে প্রবল জনপ্রিয় এই পেসারের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার খবরে বেশ আলোচনা সমালোচনাও তৈরি হয়। ২০২০ সালে টিম ম্যানেজমেন্ট ও বোর্ডের বিরুদ্ধে মানসিক অত্যাচারের অভিযোগ এনে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন আমির। তখনই জানিয়েছিলেন তৎকালীন বোর্ড সভাপতি রমিজ রাজা ও কোচ মিসবাহ উল হক পদ থেকে সরে গেলে আবারো আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন তিনি।

রমিজ রাজার পর নাজাম শেঠি পিসিবির দায়িত্ব নেবার পরেই নতুন ভাবে দৃষ্যপটে হাজির হন আমির। শেঠির সবুজ সংকেত পেয়ে পাকিস্তানের ন্যাশনাল ক্রিকেট কাউন্সিলে অনুশীলনও শুরু করেন তিনি। তাই দুইয়ে দুইয়ে চার মিলিয়ে অনেকেই নির্বাচকদের আমিরের সাথে যোগাযোগ করার খবরকে সত্য বলে ধারণা করছিলেন।

তবে আসন্ন নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণার সময় সাংবাদিকদের দেয়া প্রশ্নের জবাব দিতে গিয়ে প্রধান নির্বাচক হারুন রশিদ বলেন, ‘নির্বাচক কমিটি কেন কারো সাথে যোগাযোগ করবে? আমরা তো প্রথম থেকেই বলছি, সবার জন্য দরজা খোলা। নির্ভর করছে কে পারফর্ম করে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link