বার্সেলোনায় ফিরলে কি ভুল করবেন মেসি!

ব্যাগ পত্র নিয়ে নাকি ইতোমধ্যেই বার্সেলোনায় আছেন মেসি। অন্যদিকে পিএসজির সাথে মেসির চুক্তি নবায়নের আলোচনাও চলমান। এই আগামী মৌসুমে ক্ষুদে জাদুকরকে কোথায় দেখা যাবে সেটি যেন এক বিরাট ধাঁধা এখন। পুরোনো ক্লাবে মেসি ফিরবেন কিনা, সব জল্পনা কল্পনা এখন সেটি ঘিরেই। বার্সেলোনায় ফেরার যখন অনেকটাই কাছে মেসি, তখনই মেসিকে ন্যু ক্যাম্পে যাবার ব্যাপারে সাবধান করলেন আর্জেন্টাইন কিংবদন্তি মারিও কেম্পেস।

চলতি ইউরোপীয় ক্লাব মৌসুম প্রায় শেষ। এই মৌসুম শেষেই শেষ হতে যাচ্ছে লিওনেল মেসির সাথে পিএসজির চুক্তি। মৌসুম শেষ হবার আগে পিএসজি মেসির সাথে চুক্তি নবায়ন না করলে ফ্রি এজেন্ট হয়ে যাবেন মেসি। নিজের পছন্দ মত যেকোনো ক্লাবেই যেতে পারবেন তিনি।

ইন্টার মিয়ামি, আল হেলালের মত ক্লাব বড় অঙ্কের প্রস্তাব দিয়ে রাখলেও আপাতত মেসির সাবকে ক্লাব বার্সেলোনায় ফেরার সম্ভাবনাই সবচেয়ে বেশি। মেসি ও বার্সা সভাপতি হুয়ান লাপোর্তার মধ্যকার বরফ গলতে শুরু করায় বার্সেলোনাও বেশ জোরেশোরেই শুরু করেছে মেসিকে দলে ফেরানোর কাজ।

তবে সাবেক আর্জেন্টাইন ফরোয়ার্ড মারিও ক্যাম্পেস অবশ্য মেসিকে সতর্ক করলেন বার্সায় ফেরার ব্যাপারে। ক্যাম্পাসের মত বার্সেলোনায় ফেরাটা মোটেও মেসির জন্য ভালো কোনো সিদ্ধান্ত হবে না। মেসিকে আবারো পিএসজিতেই দেখতে চান ভ্যালেন্সিয়ার জার্সিতে লা লিগা মাতানো ক্যাম্পেস।

স্প্যানিশ একটি রেডিওকে ক্যাম্পেস বলেন, ‘আমার মনে হয় না মেসির বার্সেলোনায় ফেরাটা ভালো কিছু হবে না। এর চাইতে ফ্রান্সে থাকাই তাঁর জন্য ভালো যাতে করে সে পরের বিশ্বকাপটাও ভালো মত খেলতে পারে। তাঁর পিএসজিতেই থাকা উচিত। বর্তমানে বার্সেলোনার উদ্দেশ্য গুলো ভিন্ন। সেখানে নানান ধরণের সমস্যা আছে।’

মূলত বার্সেলোনার আর্থিক টানাপোড়েন আর দলের ঢেলে সাজানোর এই সময়ে মেসি বার্সেলোনায় গেলে সেটি তাঁর ক্যারিয়ারের জন্য ভালো হবে না বলেই মনে করেন ক্যাম্পেস। মেসির বার্সায় ফেরাটা সুখকর না হলে সেটি প্রভাব ফেলতে পারে মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারেও। তাই চূড়ান্ত সিদ্ধান্ত নেবার আগে মেসিকে একপ্রকার হুশিয়ারই করলেন এই আর্জেন্টাইন কিংবদন্তি।

২০২১ সালে দুই যুগের সম্পর্ক ছেদ করে বার্সা ছেড়ে পিএসজিতে যোগ দেবার পর প্রথম মৌসুম খুব একটা ভালো কাটেনি ক্ষুদে জাদুকরের। তবে ধীরে ধীরে প্যারিসের আলো বাতাসের সাথে মানিয়ে নেন মেসি। চলতি মৌসুমে পিএসজির জার্সিতে বেশ ভালোই ছন্দে আছেন তিনি। লিগ ওয়ানে এই মৌসুমে ইতোমধ্যেই ১৫ গোল আর সমান সংখ্যক এসিস্ট করে ফেলেছেন মেসি। তাই মেসিকে পিএসজির হয়ে খেলাতেই আরো মনোযোগী হওয়া উচিত বলে মত ক্যাম্পেসের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link