ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য আজ প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২৪ সদস্যের ওয়ানডে দলে জায়গা হয়নি মাশরাফি বিন মর্তুজার। মাশরাফিকে বাদ দেওয়া কঠিন সিদ্বান্ত ছিলো বলে জানিয়েছেন প্রধাণ নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।
করোনা বিপর্যয়ে দীর্ঘ দিন হলো আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে রয়েছে বাংলাদেশ। গত মার্চে মাশরাফির নেতৃত্বেই জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে খেলেছিলো বাংলাদেশ দল। সেই সিরিজেই ওয়ানডের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান মাশরাফি। তবে ঘোষণা দিয়েছিলেন অধিনায়কত্ব ছাড়লেও খেলা চালিয়ে যাবেন তিনি।
জিম্বাবুয়ে সিরিজের পরই করোনার কারণে বন্ধ হয়ে যায় সব ধরণের খেলাধুলা। এই সময় হ্যামস্ট্রিংয়ের চোটেও পড়েন সাবেক এই অধিনায়ক। নিজে ও পরিবারের সদস্যরা করোনায় আক্রান্ত হওয়ার কারণে বিসিবির ফিটনেস প্রোগ্রামের অধীনেও থাকতে পারেননি তিনি। খেলা হয়নি প্রেসিডেন্টস কাপেও। বঙ্গুবন্ধু টি-টোয়েন্টি কাপের শেষের দিকে ফিরে বল হাতে ভালো করলেও ভবিষ্যৎ পরিকল্পনার জন্য বাদ পড়তে হয়েছে মাশরাফিকে।
দল ঘোষণার পর মাশরাফিকে বাদ দেয়া প্রসঙ্গে মিনহাজুল আবেদিন নান্নু বলেছেন, ‘আমাদের শ্রদ্ধা ওর প্রতি আছেই এবং আমাদের দেশের জন্য অনেক কিছু দিয়েছে। এটা একটা কঠিন সিদ্ধান্ত ছিল। তাহলেও বাস্তবতা আমাদের মানতেই হবে। সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমরা সবাই সম্মিলিত ভাবে এই সিদ্ধান্ত নিয়েছি। মাশরাফিকে বাদ দিতে হয়েছে।’
মাশরাফিকে বাদ দেওয়ার ফলে দলে একজন তরুণ পেসারের সুযোগ হবে। এবং যারা দলে আসবে তাদের জন্যও এটা ভালো সুযোগ বলে মনে করেন নান্নু। তিনি বলেন, ‘আমি মনে করি যে নতুন ভাবে শুরু করছি আমরা। ওর জায়গায় যেই খেলবে তার জন্য অবশ্যই এটা অনেক বড় সুযোগ।’
তবে মাশরাফিকে হঠাৎ করেই বাদ দেওয়া হয়নি। দল ঘোষণার আগে মাশরাফির সঙ্গে এ বিষয়ে আলোচনাও হয়েছে বলে জানিয়েছেন বিসিবির এই প্রধাণ নির্বাচক। নান্নু বলেন, ‘আমি কথা বলেছি তার সঙ্গে। ওর সঙ্গে বিস্তারিত আলোচনা করেছি। আমার যতটুকু মনে আছে ওকে আমি বলে দিয়েছি। ওর সঙ্গে আমার আলোচনা হয়েছে আপনাদের সঙ্গে তো বলতে পারবো না। আমরা সঙ্গে ভালোই কথা হয়েছে। মিস আন্ডারস্ট্যান্ডিং হয়নি।’
- ওয়ানডে স্কোয়াড:
তামিম ইকবাল, সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাশ, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, সৌম্য সরকার, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, তাসকিন আহমেদ, মোহাম্মদ নাইম শেখ, আল আমিন হোসেন, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, পারভেজ হোসেন ইমন, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, রুবেল হোসেন।
- টেস্ট স্কোয়াড:
মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, মোহাম্মদ সাইফ হাসান, আবু জায়েদ রাহী, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, কাজী নুরুল হাসান সোহান, সাদমান ইসলাম, নাঈম হাসান এবং এবাদত হোসেন।