চলতি মাসেই ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের দুইটি চারদিনের ম্যাচের সিরিজ। আনঅফিশিয়াল সে দুটি টেস্টের জন্য আফিফ হোসেন ধ্রুবকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি’র ঘোষিত সেই দলে যেন রীতিমত ওপেনারদের ছড়াছড়ি। ১৫ সদস্যের স্কোয়াডে জাকির হাসান, সাদমানসহ জায়গা পেয়েছেন ৫ ওপেনার!
এবারের ঢাকা প্রিমিয়ার লিগে(ডিপিএল) ব্যাট হাতে দারুণ ফর্মে রয়েছেন মোহাম্মদ নাইম শেখ। এখন পর্যন্ত ৭২১ রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাকদের তালিকায় শীর্ষে রয়েছেন এ বাঁ-হাতি ব্যাটার। ব্যাট হাতে দুর্দান্ত এ ফর্মের ফলস্বরূপ অনুমিতভাবেই বাংলাদেশ ‘এ’ দলে জায়গা পেয়েছেন নাইম শেখ।
ঘরোয়া ক্রিকেটে ভাল পারফর্ম করায় ‘এ’ দলে জায়গা পেয়েছেন সাইফ হাসানও। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে এ ব্যাটারের ব্যাট থেকে এখন পর্যন্ত ১ সেঞ্চুরি আর ৪ হাফসেঞ্চুরিতে এসেছে ৫০৪ রান। বাংলাদেশের টেস্ট দলে থাকা দুই ওপেনার জাকির হাসান আর সাদমান ইসলাম যথারীতি লাল বলের ক্রিকেটের বিবেচনায় ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে সিরিজে রয়েছেন।
তবে এবারের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে দারুণ ফর্মে থাকা স্বত্ত্বেও ‘এ’ দলে জায়গা হয়নি এনামুল হক বিজয়ের। অথচ চলতি ডিপিএলে অফফর্মে থাকা ব্যাটার মাহমুদুল হাসান জয় ঠিকই জায়গা পেয়েছেন।
অনূর্ধ্ব-১৯ ক্রিকেটের গণ্ডি পেড়িয়ে ঘরোয়াতেও ব্যাটিং দ্যুতি ছড়াচ্ছেন শাহাদাত হোসেন দিপু। ডিপিএলের সুপার লিগে শেষ ম্যাচেই পেয়েছেন সেঞ্চুরি। ১৯ বছর বয়সী এ ব্যাটারকেই বাংলাদেশ ক্রিকেটের নেক্সট বিগ থিং ভাবা হচ্ছে। তাই ওয়েস্ট ইন্ডিজ এ দলের বিপক্ষে আসন্ন সিরিজে এ ব্যাটারকে দলভূক্ত করা হয়েছে।
এ ছাড়া ঘরোয়া ক্রিকেটে ভাল পারফর্ম করার সুবাদে ‘এ’ দলে জায়গা পেয়েছে জাকের আলী অনিক, রেজাউর রহমান রাজা। সর্বশেষ জাতীয় দলে ডাক পাওয়া লেগ স্পিনার রিশাদ হোসেনও এই টেস্ট দলে জায়গা পেয়েছেন। দলে আছেন নাইম হাসানও।
প্রসঙ্গত তিনটি চার দিনের ম্যাচ খেলার জন্য এরই মধ্যে বাংলাদেশে এসে পৌঁছেছে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল। আগামী ১৬ মে থেকে মাঠে গড়াবে সিরিজের প্রথম টেস্ট। এরপর ২৩ মে’তে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ম্যাচ। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
বাংলাদেশ ‘এ’ দল: আফিফ হোসেন ধ্রুব (অধিনায়ক), জাকির হাসান, সাদমান ইসলাম, সাইফ হাসান, মোহাম্মদ নাঈম, মাহমুদুল হাসান, জাকের আলী, শাহাদাত হোসেন শেখ, নাঈম হাসান, তানভীর ইসলাম, রিশাদ হোসেন, মুশফিক হাসান, রেজাউর রহমান, তানজিম হাসান ও রিপন মণ্ডল।