ঢাকায় ষষ্ঠ ‘ইন্ডিয়ান ওশান কনফারেন্সে যোগ দিতে এই মুহূর্তে বাংলাদেশে অবস্থান করছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রবিষয়ক সহকারী মন্ত্রী টিম ওয়াট। রাষ্ট্রীয় এই সফরের নিয়মিত রুটিনের বাইরে আজ এক প্রতিনিধি দল নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-তে হাজির হন ওয়াট।
বিসিবিতে তাকে স্বাগত জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, এমপি। এরপর বিসিবির সভাকক্ষে উপস্থিত বিসিবির পরিচালকদের সাথে একটি সৌজন্য বৈঠকে অংশ নেয় টিম ওয়াটের নেতৃত্বাধীন প্রতিনিধি দল।বৈঠকে বিসিবি বিভিন্ন কার্যক্রম ও শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম নিয়ে বিসিবির সাথে কথা বলেন টিম ওয়াট।
সংক্ষিপ্ত এই বৈঠকে মূলত সৌজন্যতা বিনিময় করেছে দুই পক্ষ। এরপর বিসিবি থেকে মিরপুরে শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে যান টিম ওয়াট। সেখানে তাকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জার্সি উপহার দেয়া হয়।
বাংলাদেশ দলের জার্সি পড়ে এরপরই মীরপুরে থাকা বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাথে ক্রিকেটও খেলেন ওয়াট। নিগার সুলতানা, মারুফা আক্তারদের সাথে ক্রিকেট আনন্দে মেতে উঠেন টিম ওয়াট। এরপর বাংলাদেশ নারী দলের সাথে ফটোসেশনেও অংশ নেন অস্ট্রেলিয়ার এই পররাষ্ট্র বিষয়ক সহকারী মন্ত্রী।
টিম ওয়াটের বিসিবিতে আসা নিয়ে এরপর সাংবাদিকদের সাথে কথা বলেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দীন চৌধুরী সুজন।
তিনি বলেন, ‘আপনারা জানেন যে অস্ট্রেলিয়ার সহকারী পররাষ্ট্রমন্ত্রী টিম ওয়াট বাংলাদেশ সফর করছেন। কিছুদিন আগে অস্ট্রেলিয়ার হাই কমিশনারের সাথে আমাদের একটা বৈঠক হয় সেখানে আমাদের জানানো হয় টিম ওয়াটের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যাপারে তাঁর বেশ আগ্রহ আছে। আমাদের সুযোগ সুবিধাসমূহ উনি দেখতে চাচ্ছেন। সেই সাথে আমাদের যে নতুন স্টেডিয়াম আমরা করতে যাচ্ছি, শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম, সেই স্টেডিয়ামের প্রজেক্ট সম্পর্কেও তারা জানতে আগ্রহী।’
সুজন আরো বলেন, ‘এই স্টেডিয়ামের প্রজেক্ট কন্সটালটেন্ট হিসেবে আমরা অস্ট্রেলিয়ার একটি কোম্পানিকে দায়িত্ব দিয়েছি। এই বিষয়গুলো নিয়ে আগ্রহ থেকেই তাঁর এখানে আসা।’