মেসির বাবাই আটকে দিচ্ছেন মেসির বার্সায় ফেরা

আগামী ৩০ জুন পিএসজির সাথে আনুষ্ঠানিকভাবে শেষ হচ্ছে লিওনেল মেসির চুক্তি। কিন্তু এখনো নিশ্চিত নয় মেসির পরবর্তী গন্তব্য। পুরোনো ক্লাব বার্সেলোনায় ফেরার ব্যাপারে গুঞ্জন প্রবল হলেও বেশ কিছু ইস্যুতে আটকে আছে মেসির ন্যু ক্যাম্পে ফেরা।

মেসির এজেন্ট হিসেবে কাজ করা তাঁর বাবা হোর্হে মেসি আপাতত তাঁর ছেলেকে বার্সেলোনায় ফিরতে দেখতে চাইছেন না। এর কারণ হিসেবে স্প্যানিশ গণমাধ্যম গুলো সামনে আনছে স্পেনের আয়কর ব্যবস্থাকে।

পিএসজির সাথে মেসির চুক্তি নবায়ন হচ্ছে না, এই বিষয়টি নিশ্চিত হবার পরপরই মেসিকে দলে ফেরানোর ব্যাপারে আগ্রহী হয়ে ওঠে বার্সেলোনা। আর্থিক টানাপোড়েনের কারণে নতুন খেলোয়াড় দলে ভেরোনোটা বেশ কঠিন ছিলো বার্সার জন্য।

কিন্তু বার্সা সভাপতি হুয়ান লাপোর্তা নিজেই লা লিগা কর্তৃপক্ষের কাছে নিয়ম শিথিলের জন্য আবেদন করেছেন। এমনকি তিনি নিজেই মেসির সাথে সরাসরি যোগাযোগ করছেন ন্যু ক্যাম্পে ফেরানোর ব্যাপারে।

তবে অনেক সমস্যা সমাধানের পর এবার নতুন করে হাজির হলো আরেক ইস্যু। স্প্যানিশ সাংবাদিক জেরার্ড রোমেরো জানিয়েছেন, স্পেনের কর ব্যবস্থার জন্য মেসির বার্সেলোনায় ফেরা আটকে যেতে পারে। সেটি আটকে দিতে পারেন হোর্হে মেসি।

এর আগেও বার্সেলোনায় থাকতে আয়কর সংক্রান্ত ঝামেলা পোহাতে হয়েছে মেসির বন্ধু নেইমারকেও। তখন প্রায় ৩৪.৬ মিলিয়ন ইউরো পরিমাণ আয়কর পরিশোধ করেননি নেইমার।

ক’দিন আগেও লাপোর্তা জানিয়েছিলেন, মেসিকে ক্লাবে ফেরাতে তাঁর সাথে সরাসরি কথা বলছেন তিনি। এবার এই আয়কর ব্যবস্থাই মেসির বার্সায় ফেরার ক্ষেত্রে মূল প্রতিবন্ধক হয়ে যায় কিনা সেটিই দেখার বিষয়।

কিছুদিন আগেই মেসিকে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠানো বার্সেলোনার জন্য যা হবে বিরাট এক ক্ষতির কারণ। বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী প্রতি বছর ২৫ মিলিয়ন ইউরো পারিশ্রমিকের আনুষ্ঠানিক প্রস্তাব মেসিকে পাঠিয়েছে বার্সেলোনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link