বিশ্বকাপ স্কোয়াডের বিবেচনায় নাঈম শেখ

বিশ্বকাপ স্কোয়াডের বেশিরভাগ নামগুলোই নিশ্চিত হয়ে গেছে। তবে ব্যাকআপ ওপেনারের জায়গায় এখনো কাউকে ঠিক করে উঠতে পারেনি টিম ম্যানেজমেন্ট। সম্ভাব্য যারা আছেন তাদের কেউই গত ছয় মাসে কোনো ওয়ানডে খেলেননি। তাই আপাতত ঢাকা প্রিমিয়ার লিগের পারফরম্যান্সকেই মানদন্ড ধরা হবে বলে মনে করা হচ্ছে।

আর সেটি হলে নিশ্চিতভাবেই টিম ম্যানেজমেন্টের প্রথম পছন্দ হবার কথা নাঈম শেখ। আফগানিস্তান সিরিজের আগে প্রি-সিরিজ ক্যাম্পে দেড় বছর বাংলাদেশ দলের বাইরে থাকা নাঈমের ডাক পাওয়াটা সেরকমই আভাস দেয়।

স্বপ্নের মত একটা ঢাকা প্রিমিয়ার লিগের মৌসুম কাটিয়েছেন নাঈম শেখ। ডিপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে জাতীয় দলে ফেরার দাবিটা বেশ জোরেশোরেই জানিয়েছেন তিনি। ১৬ ম্যাচে ৭১.৬৯ গড়ে ৯৩২ রান করেছেন নাঈম। গত বছর টি-টোয়েন্টি ফরমেটের দল থেকে বাদ পড়ার পর এবার ওয়ানডে ক্রিকেট দিয়ে জাতীয় দলে ফেরার খুব কাছাকাছি আছেন এই ওপেনার।

নাঈম যে বিশ্বকাপের পরিকল্পনায় ভালোভাবেই আছেন তা স্পষ্ট জাতীয় দলের ক্যাম্পেই। গত দেড় বছরে কোনো ফরমেটেই বাংলাদেশের হয়ে খেলেননি নাঈম। সবশেষ খেলেছেন ২০২২ সালের ফেব্রুয়ারিতে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে। এরপর আর জাতীয় দলে ফেরা হয়নি দেশের হয়ে মাত্র দুইটি ওয়ানডে ম্যাচ খেলা নাঈমের।

দীর্ঘদিন দলের বাইরে থাকার পর বিশ্বকাপ পরিকল্পনায় না থাকল আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দলে বিবেচনায় থাকলে ক্যাম্পে ডাক পাবার কথা ছিলো না নাঈমের। আর আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দলে থাকা মানেই বিশ্বকাপ সম্ভাবনা উজ্জ্বল হওয়া। গত দুই মৌসুম অবিশ্বাস্য ফর্মে থাকা এনামুল হক বিজয়কে ডাকা হয়নি এই ক্যাম্পে।

প্রি-সিরিজ ক্যাম্পে বেশ সিরিয়াস দেখা গেলো নাঈমকে। নেটে দীর্ঘক্ষন ব্যাটিং অনুশীলন করেছেন নাঈম। আগামী ৩ জুন প্রধান কোচ চান্দিকা হাতুরুসিংহে ক্যাম্পে যোগ দেবার পরই স্পষ্ট হবে নাঈম শেখকে নিয়ে দলের পরিকল্পনা।

নাঈমের পাশাপাশি বিশ্বকাপের ব্যাকআপ ওপেনারের বিবেচনায় থাকা জাকির হাসানও আছেন এই ক্যাম্পে। বিশ্বকাপের বিমান ধরতে তাই একটি জায়গার জন্য প্রতিদ্বন্দ্বিতা এই দুই ওপেনারের। তবে জাকির ওয়ানডে পরিকল্পনায় আবারো ফিরবেন কিনা তা স্পষ্ট নয়। কারণ টেস্ট দলের জন্যও ক্যাম্পে ডাকা হতে পারে জাকিরকে।

তবে নাঈম শেখকে যে ওয়ানডের বিবেচনাতেই ক্যাম্পে ডাকা হয়েছে তাতে সন্দেহ নেই। বিশ্বকাপের আগে আফগানিস্তান সিরিজই নতুন কাউকে বাজিয়ে দেখার শেষ সিরিজ হতে পারে টিম ম্যানেজমেন্টের জন্য। নাঈম শেখকে এই ক্যাম্পে ডেকে তাকে বিশ্বকাপ স্কোয়াডে বিবেচনার আভাসই যেন দিলো টিম ম্যানেজমেন্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link