ফরম্যাট যাই হোক না কেন, দেশের হয়ে খেলার সুযোগ পাওয়াটাই বড় ব্যাপার। মনে করেন বাংলাদেশ জাতীয় দলের কোচ চান্দিকা হাতুুরুসিংহে।
টেস্ট চ্যাম্পিয়নশিপের বাইরে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। অনুপ্রেরণায় ঘাটতি থাকবে কি না? এমন প্রশ্ন যেন তাতিয়েই দিল লঙ্কান এই কোচকে।
বললেন, ‘আপনি দেশের হয়ে খেলছেন এখনও (আফগানিস্তানের বিপক্ষে)! টেস্ট চ্যাম্পিয়নশিপের কথা ভুলে যান। এটা কতদিন আগে এসেছে? দুই, তিন বা চার বছর আগে।’
হাতুরুর মতে, দেশের হয়ে খেলাটাই এখন বড় প্রাপ্তি। তিনি বলেন, ‘এর আগে দেশের হয়ে আপনি টেস্ট খেলেছেন, ৯ বা ১০ বছর বয়সে এমন কিছুর স্বপ্ন দেখে বেড়ে উঠেছেন। ফলে, দেশের জন্য খেলতে আমার কাউকে উৎসাহ দেওয়ার দরকার নেই। যদি এখানে কোনো সমস্যা থাকে, তাহলে আপনার জন্য জায়গাটাই ভুল।’
‘আমার নিজের ও আমার ধারণা খেলোয়াড়দের জন্য দেশের হয়ে টেস্ট খেলাটাই অনুপ্রেরণার জন্য যথেষ্ট। এটাকে এভাবেই দেখি আমি। দেশের হয়ে খেলা যেকোনো ম্যাচই সম্মানের। আমরা এভাবেই দেখছি এটাকে।’, যোগ করেন তিনি।’
আর টেস্ট ক্রিকেট মানেই যে পরীক্ষা, সেই কথাটাও মনে করিয়ে দিলেন হাতুরুসিংহে। তিনি মনে করেন, এই ফরম্যাট সহসাই পথ হারাবে না।
তিনি বলেন, ‘সব মিলিয়ে যদি আমার কথা জিজ্ঞেস করেন, আমি বলবো ক্রিকেটে টেস্ট খেলাটাই সবার উপরে। ভবিষ্যতে বাকি ফরম্যাটগুলো কত বেশি জনপ্রিয় হলো, তাতে কিছু যায়-আসে না।’
টেস্ট মানেই যে পরীক্ষা, সেটাও আবার স্মরণ করিয়ে দিলেন হাতুরুসিংহে, ‘আপনি জানেন টেস্ট ক্রিকেটে আপনার স্কিলের পরীক্ষা হয়। বোলার, ব্যাটার বা ফিল্ডার হিসেবে আপনার স্কিল, মানসিক স্কিলের পরীক্ষা হয় এখানে। টেস্ট ক্রিকেটের চেয়ে ভালো আর কোনো ফরম্যাট হতে পারে না যদি আপনি সত্যিই দেশকে প্রতিনিধিত্ব করার জন্য গর্বিত হতে চান।’