সাংবাদিকের ওপর হামলা, ক্ষমা চাইল বিসিবি

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের তৃতীয় দিনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নিরাপত্তাকর্মীদের হাতে লাঞ্ছিত হয়েছিলেন এক সাংবাদিক। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার পর অবশ্য প্রেসবক্সে এসে ক্ষমা চেয়েছেন বিসিবি পরিচালক ইসমাইল হায়দার মল্লিক।

ক্রিকেটভিত্তিক গণমাধ্যম ক্রিকফ্রেঞ্জির প্রতিবেদক তাসফিক পলক মূলত গতকাল মাঠে ঢোকার পথে নিরাপত্তাকর্মীদের কাছে হামলার শিকার হন। শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের প্রবেশের জন্য বরাদ্দকৃত গেটে অ্যাক্রিডিশন কার্ডের জন্য অপেক্ষা করছিলেন এ সাংবাদিক।

তাসফিক মূলত তখন তাঁর এক সহকর্মীর জন্য মিরপুরের ১ নম্বর গেটে অপেক্ষা করছিলেন। এ সময় নিরাপত্তাকর্মীদের মধ্যে একজন তাঁকে রাস্তায় ঠেলে নাক ও মুখে আঘাত করেন। অবশ্য তাসফিক পলকের ভাষ্য অনুযায়ী, তিন থেকে পাঁচজন লোক তাঁকে আঘাত করে। নিরাপত্তাকর্মীদের এমন অতর্কিত হামলায় আহত হন তাসফিক।

বিষয়টি পরে মিরপুরের প্রেসবক্সে ছড়িয়ে পড়লে মিডিয়া সেন্টারের দ্বিতীয় তলায় নেমে প্রতিবাদ জানান সাংবাদিকরা। এর কিছুক্ষণ পর এমন ঘটনার জন্য দু:খ প্রকাশ করেন ইসমাইল হায়দার মল্লিক। প্রেসবক্সে এসে তিনি আশ্বাস দেন পরবর্তীতে এই ধরনের ঘটনা আর ঘটবে না। এ ছাড়া তিনি জানান, এই ঘটনায় জড়িতদের ন্যূনতম ১ বছরের জন্য চাকরিচ্যূত করা হবে।

তবে বিসিবি এমন আশ্বাস দিলেও স্টেডিয়ামে নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিদের কাছে সাংবাদিকদের লাঞ্ছনার ঘটনা নতুন নয়। এর আগে ২০০৬, ২০১৫ ও ২০১৬ সালে কয়েকবার নিরাপত্তাকর্মীদের কাছে লাঞ্ছিত হয়েছিলেন সাংবাদিকরা।

লেখক পরিচিতি

বাইশ গজ ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করার চেষ্টা করি...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link