পাকিস্তানের ভেন্যু পাল্টানোর ভেতরের রাজনীতিটা কী!

খসড়া সূচী অনলাইনে সার্চ করলেই পাওয়া যাচ্ছে। কিন্তু,তারপরও সূচি ঘোষণা আটকে আছে ভারত-পাকিস্তান বিরোধী। আগামী অক্টোবর-নভেম্বর ভারতের মাটিতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্ব কাপের সূচি এখনো চুড়ান্ত না হলেও খসড়া বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে পাঠিয়েছে অয়োজক দেশ ভারত।

বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) দেওয়া সেই খসড়া সূচি অনুযায়ী, আহমেদাবাদ ছাড়াও নতুন করে আরও দুই ভেন্যুতে খেলতে আপত্তি জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এমননটাই জানিয়েছে ক্রিকেট পাকিস্তান ওয়েবসাইটে প্রকাশিত এক রিপোর্টে এ কথা বলা হয়েছে।

খসড়া সূচিতে লিগ পর্বে পাকিস্তানের ম্যাচগুলোর ভেন্যু- হায়দারাবাদ, আহমেদাবাদ, ব্যাঙ্গালুরু, চেন্নাই ও কলকাতায়। এরমধ্যে ১৫ অক্টোবর ভারতের বিপক্ষে আহমেদাবাদে খেলা রয়েছে পাকিস্তানের। আহমেদাবাদের ভেন্যুতে খেলতে চায় না বলে আগেই জানিয়েছিলো পিসিবি। এবার নতুন করে আরও দু’টি ভেন্যু পরিবর্তনের দাবি জানিয়েছে পিসিবি।

রিপোর্ট অনুযায়ী, ২০ অক্টোবর ব্যাঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলার সূচি রয়েছে পাকিস্তানের। কিন্তু অসিদের বিপক্ষে ব্যাঙ্গালুরুতে না খেলে চেন্নাইতে খেলতে চায় পাকিস্তান। ২৩ অক্টোবর চেন্নাইয়ে আফগানিস্তানের বিপক্ষে খেলা রয়েছে পাকিস্তানের। চেন্নাইয়ের পরিবর্তে ব্যাঙ্গালুরুতে আফগানদের মুখোমুখি হতে চায় পাকিস্তান।

সূত্রের খবর অনুযায়ী, চেন্নাইয়ের উইকেট স্লো এবং স্পিনার বান্ধব হলেও সেখানে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে চায় পাকিস্তান। কারণ, অস্ট্রেলিয়া দলে সেরা মানের স্পিনার নেই। কিন্তু আফগানিস্তান দলে রশিদ খান, মুজিব উর রহমান এবং নূর আহমেদের মতো তারকা স্পিনার আছে।

এজন্য চেন্নাইয়ের স্পিন বান্ধব উইকেটে আফগানদের বিপক্ষে খেলতে আগ্রহী নয় পাকিস্তান। তাই আফগানিস্তানের বিপক্ষে ব্যাঙ্গালুরুতে খেলতে চায় পাকিস্তান। সূচি নিয়ে আপত্তি তুললেও, ভারতের মাটিতে বিশ্বকাপ খেলার নিশ্চিয়তা এখনও দেয়নি পাকিস্তান।

সম্প্রতি পিসিবি জানিয়েছে, বিশ্বকাপে অংশ গ্রহণ নির্ভর করছে সরকারের অনুমতির ওপর। মানে, এখন যে করে হোকে ভেন্যু পাল্টেই ছাড়বে পাকিস্তান। কিন্তু, ভেন্যু পাল্টানোর মধ্যে মানসিক তৃপ্তি ছাড়া বাড়তি কোনো প্রাপ্তি নেই পাকিস্তানের। বরং, ভারত ও পাকিস্তানের মধ্যকার এই দ্বন্দ্ব অন্য দলগুলোর মন বিষিয়ে তুলেছে ক্রমশ।

সম্প্রতি এশিয়া কাপ নিয়ে ধোঁয়াশা কেটে গেছে। এশিয়া কাপের আয়োজক পাকিস্তানে খেলতে আপত্তি তুলেছিলো ভারত। এজন্য হাইব্রিড মডেলের প্রস্তাব দেয় এশিয়া কাপ আয়োজনে বদ্ধপরিকর পাকিস্তান। ভারতের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করার প্রস্তাব জানায় তারা। সব জল্পনা-কল্পনার পর অবশেষে, পাকিস্তানের দেয়া হাইব্রিড মডেল মেনে নেয় এশিয়ান ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

পাকিস্তান-শ্রীলঙ্কার যৌথ আয়োজনে আগামী ৩১ আগস্ট থেকে শুরু হবে এশিয়া কাপের ১৬তম আসর। ১৩ ম্যাচের মধ্যে পাকিস্তানের মাটিতে চারটি ও শ্রীলঙ্কায় হবে নয়টি ম্যাচ। ভারত ফাইনালে উঠলে, শিরোপা নির্ধারনী ম্যাচটিও হবে শ্রীলঙ্কার মাটিতে। যেহেতু ভারতের জন্য পাকিস্তান ভেন্যু পাল্টেছে, এখন পাকিস্তানের জন্যও ভেন্যু পাল্টাতে হবে ভারতকে – পিসিবির জন্য দাবিটা এখন এমনই ছেলেমানুষির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link