গ্যাবায় কী ভয়!

অবশেষে গ্যাবায় যাচ্ছে ভারতীয় দল।

গতকাল রাতে ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) এই ব্যাপারটা ক্রিকেট অস্ট্রেলিয়াকে নিশ্চিত করেছে। এই যাওয়ার আগে নাটক কম হলো না। ভারতের তরফ থেকে বারবার বলা হচ্ছিলো, তারা ব্রিসবেনে টেস্ট খেলতে রাজী নয়। এমনকি অস্ট্রেলিয়ান মিডিয়া এ নিয়ে টিপ্পনিও কাটছিলো। তারা বলছিলো, ব্রিসবেনের ত্রাস ফাস্ট বোলিং উইকেটকে ভয় পাচ্ছে ভারত।

আসলে ঘটনাটা কী, কেনো ভারতীয় দল ব্রিসবেন যেতে চাচ্ছিলো না?

ভারতের প্রধাণ ভয়টা ছিলো কোয়ারেন্টিন নিয়ে। ব্রিসবেনে ভ্রমণ করা মানে ভারতে ফিরে দুই সপ্তাহের কোয়ারান্টাইন বাধ্যতামূলক করা হতে পারে।

ব্রিসবেনে কোভিড-১৯ যুক্তরাজ্যের স্ট্রেনের সংক্রমন ছড়িয়ে পড়ার ঘটনা নিশ্চিত হওয়াতে এই শঙ্কা তৈরী হয়েছিলো। অস্ট্রেলিয়ার বিপক্ষে চতুর্থ টেস্ট খেলা নিয়ে যে ভয় কাজ করছিলো, তা আরো বেড়ে গিয়েছিলো। নতুন এই স্ট্রেনের দ্বারা তৈরী হওয়া স্বাস্থ্য উদ্বেগ ছাড়াও বিসিসিআই কর্মকর্তারা আশঙ্কা করছিলেন এটা ভ্রমণ পরিকল্পনাতে প্রভাব ফেলতে পারে। ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন হোম সিরিজের সূচিতেও এর প্রভাব পড়তে পারে।

ভারতীয় দলের ইয়ো ইয়ো টেস্ট

যদিও এখন অস্ট্রেলিয়া থেকে ভারত ভ্রমণে বিশেষ  কোনো বিধিনিষেধ নেই। তবে বিসিসিআই’র আশঙ্কা করছিলো যে, স্বাস্থ্য সংক্রান্ত জটিলতার সাথে তাল মিলিয়ে চলতে এই নিয়মে পরিবর্তন আসতে পারে। যা দলের উপর প্রভাব ফেলতে পারে। এখনকার নিয়মে যুক্তরাজ্য থেকে নয়াদিল্লিতে ভ্রমনার্থীদের এক সপ্তাহ বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইনে থাকতে হবে।  এমনকি করোনা টেস্টে নেগেটিভ হওয়া সত্ত্বেও। এবং আরো এক সপ্তাহ হোম কোয়ারান্টাইন থাকতে হবে।

এই নিয়ম যদি ক্রিকেটের ক্ষেত্রে প্রয়োগ করা হয়, তাহলে এটি ক্রিকেটের সময়সূচিতে প্রভাব ফেলবে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের টেস্ট সিরিজ ১৯ জানুয়ারি শেষ হওয়ার কথা। তার পরের দিন অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরবে ভারতীয় ক্রিকেট দল। এদিকে ৫ ফেব্রুয়ারি ইংল্যান্ড বিপক্ষে টেস্ট সিরিজ শুরু হওয়ার কথা।  অস্ট্রেলিয়া থেকে ফিরে দু সপ্তাহ কোয়ারান্টাইন করতে গেলে অবশ্যই পিছাতে হবে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট।

গত কয়েক সপ্তাহ ধরে, ভারতীয় টিম ম্যানেজমেন্ট ব্রিসবেন ভ্রমণে একাধিকবার অনীহা প্রকাশ করে আসছে। এর আরেকটা কারণ মূলত কুইন্সল্যান্ড সরকার কোভিড -১৯ পরিস্থিতি মোকাবিলার জন্য কঠোর কোয়ারানটাইন প্রোটোকল রেখেছিল। আর এখন, ব্রিসবেনকে তিন দিনের লকডাউনের নেওয়ায় বিসিসিআই এবং ভারতীয় টিম ম্যানেজমেন্ট  উদ্বিগ্ন।

ভারতীয়দের উদ্বেগের অন্য কারণ, যেমনটি আগেই বলা হয়েছিল, ব্রিসবেনে টেস্টের সময় তাদের কঠোর বিধিনিষেধের মধ্যে রাখা হবে।

ভারতীয় দল চেয়েছে, তাদের যেনো হোটেলের থেকে বেরিয়ে অনুশীলনের সুযোগ দেওয়া হয়। সেটাতে আবার ব্রিসবেনের কতৃপক্ষ রাজী ছিলো না। অবশেষে এইসব বরফ গলেছে। ঠিক কী কী ছাড় ভারতীয় দলকে দেওয়া হবে, সেটা এখনও নিশ্চিত নয়। তবে তারা যে কিছু নিশ্চয়তা পেয়েই ব্রিসবেনে যাচ্ছে, এটা বোঝা যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link