তামিম ইকবালের ফিটনেস জনিত সমস্যা নতুন কিছু নয়। বরং, এদিক থেকে তিনি বাংলাদেশ দলের মধ্যেই দুর্বলতম সেটা চোখ বুজেই বলা যায়। এতদিন এই ইস্যুটা নিয়ে টিম ম্যানেজমেন্ট কিংবা বোর্ড নীরবই ছিল। কিন্তু, বিশ্বকাপের যখন মোটে তিন মাস সময় বাকি তখন এটা নিয়ে সরব হয়েছে সবাই।
কোমড়ের ব্যাথায় আফগানদের বিপক্ষে টেস্ট ম্যাচে খেলেননি তামিম। ওয়ানডে সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে ফিট না হলেও খেলারই ঘোষণা দিয়েছেন তিনি। এই ব্যাপারটা নিয়ে কোচ চান্দিকা হাতুরুসিংহে বেশ ক্ষিপ্ত।
ব্যাপারটা শুধু আর দলের মধ্যেই সীমাবদ্ধ নয়, গিয়েছে বোর্ড প্রধান অবধি। কোচ হাতুরুসিংহে বিষয়টা নাজমুল হাসান পাপনের নজরে এনেছেন। আর কোচ কিংবা বোর্ড প্রধান – দু’জনই তামিমকে আপাতত একাদশে রাখার পক্ষে নন। কিন্তু, তামিম ফিটনেস ছাড়াই খেলে দেখতে চান নিজের বর্তমান অবস্থা যাচাই করতে।
মানে, অবস্থাটা এমন যে বোর্ড এবং টিম ম্যানেজমেন্ট – দুই পক্ষই অবস্থান নিয়েছে তামিমের বিপক্ষে। এখন এই অবস্থায় দলের মধ্যেই অস্তিত্বের সংকটে আছেন তামিম। স্থানীয় একটি গণমাধ্যমকে বোর্ড প্রধান সাং বলে দিয়েছেন, আন্তর্জাতিক ক্রিকেটে ফিটনেস ছাড়া খেলতে চাওয়াটা বিরাট অন্যায়।
তিনি বলেন, ‘এটি তো আর পাড়া-মহল্লার কোনো ম্যাচ নয়, আন্তর্জাতিক একটা ম্যাচ। এমন সিরিজের আগের দিন অধিনায়ক বলছে সে ফিট না। কিন্তু খেলবে। খেলে নিজের ফিটনেস বোঝার চেষ্টা করবে।’
তামিমের পেশাদারিত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন নাজমুল হাসান পাপন। তিনি বলেন, ‘এটা তো পেশাদার কোনো আচরণ হতে পারে না। আমি ঠিক বুঝে উঠতে পারছি না, কোন দৃষ্টিভঙ্গি নিয়ে তামিম এমন কথা বলল। আমি কোচের সঙ্গে কথা বলেছি। কোচও এমন কোনো কিছুর সঙ্গে অভ্যস্ত নয়। সেও ক্ষুব্ধ। তামিমকে আসলে পরিষ্কার করে জানাতে হবে সে কী চায়। কোন পর্যায়ে আছে সে। দেখি আমি ম্যাচ দেখতে চট্টগ্রাম যাব।’
বিষয়টা নিয়ে বেশ সিরিয়াস বোর্ড। এমনকি আপত্তি জানিয়েছেন কোচ চান্দিকা হাতুরুসিংহেও। বোর্ড প্রধান বলেন, ‘তামিমের এমন কথা আমার মেজাজ খারাপ করে দিয়েছে। হাতুরুসিংহে আমাকে ফোন দিয়ে আধঘণ্টা চিল্লাচিল্লি করছে। এটা কি সে পাড়ার খেলা পেয়ে গেছে নাকি! যে আমি ফিট আছি কি না, তা খেলে দেখব। হয় আপনি ফিট, নয়তো ফিট না। ডাক্তাররাও কিছু পাচ্ছে না তো! আমি তো আসলে জানি না যে ও এই কথা বলছে। আমাকে এটা কোচ বলেছে।’
আর আরেকটা ব্যাপার হল, তামিম ইকবালের ফর্ম নেই বললেই চলে। ওপেনার হিসেবে খেললেও সর্বশেষ সেঞ্চুরি পেয়েছেন দুই বছর আগে। ফলে, দলে তামিমের জায়গাটা সত্যিই এখন প্রশ্নবিদ্ধ।