কেবল বাংলাদেশ বা ভারতে নয়, পুরো ক্রিকেট বিশ্বেই এখন আলোচনার হট কেক বনে গিয়েছেন হারমানপ্রীত কৌর। ক্রিকেট মাঠে মেজাজ হারিয়ে খবরের শিরোনাম হয়েছেন তিনি। প্রশ্ন উঠেছে তাঁর পেশাদারিত্ব আর স্পোর্টসম্যানশিপ নিয়েও।
এবার কিংবদন্তি অলরাউন্ডার শহীদ আফ্রিদিও কথা বলেছেন হারমান প্রীতের ব্যাপারে। এই পাক ক্রিকেটারের মতে, হারমান যা করেছে সেটা ক্রিকেটীয় সত্তার সাথে সাংঘর্ষিক, তাই তো ভারতীয় অধিনায়কের এহেন আচরণে নিজের হতাশা প্রকাশ করেছেন আফ্রিদি।
বর্তমানে কানাডা গ্লোবাল টি-টোয়েন্টি টুর্নামেন্টে ব্যস্ত সময় কাটানো এই তারকা বলেন, ‘এটা শুধু ভারতের ক্ষেত্রে নয়, আমরা অতীতেও বহুবার এমন ঘটনা দেখেছি। অবশ্য নারী ক্রিকেটে এসব খুব একটা নিয়মিত না, এটা (হারমানের কর্মকাণ্ড) একটু বেশিই ছিল। ম্যাচগুলো আইসিসি কর্তৃক নিয়ন্ত্রিত এবং সে এমন প্রতিক্রিয়া দেখিয়ে ভবিষ্যতের জন্য নেতিবাচক উদাহরণ হয়ে রইলো।’
ক্রিকেট মাঠে আগ্রাসন দেখানো খুবই স্বাভাবিক আর সেটা সমর্থনও করেন শহীদ আফ্রিদি। তবে হারমান প্রীতের আচরণ মেনে নেয়ার মত নয় বলেই মতামত দেন তিনি। এই ডানহাতি জানান, ‘খেলার মাঝে আপনার আক্রমণাত্বক মনোভাব আসতেই পারে, নিয়ন্ত্রিত আগ্রাসন দেখানো দলের জন্যও ভাল। কিন্তু সে (হারমানপ্রীত) সীমা লঙ্ঘন করেছিল।’
অবশ্য ইতোমধ্যে হারমানপ্রীত কৌরকে শাস্তি দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ম্যাচ ফির ৭৫% জরিমানা করার পাশাপাশি নামের পাশে যোগ করা হয়েছে চারটি ডিমেরিট পয়েন্ট। ফলে আগামী দুইটি আন্তর্জাতিক ম্যাচে ভারতের জার্সিতে দেখা যাবে না দলটির নিয়মিত অধিনায়ককে।
শহীদ আফ্রিদির আগে বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেটার মদন লাল, নারী দলের সাবেক অধিনায়ক মিতালি রাজ, সাবেক নারী ক্রিকেটার ডায়ানা এডুলজি এর মত তারকারাও হারমান প্রীত কৌরের সমালোচনা করেছেন।
বিতর্কের শুরুটা ভারত বনাম বাংলাদেশ নারী দলের তৃতীয় ওয়ানডে ম্যাচকে ঘিরে। খেলা চলাকালীন অধিনায়ক হারমানপ্রীত কৌর তাঁর বিরুদ্ধে আম্পায়ারের দেয়া আউট সিদ্ধান্ত মানতে পারেননি; নাহিদা আক্তারের বলে সুইপ শট খেলতে গিয়ে ব্যর্থ হয়েছিলেন তিনি, বলটি তাঁর ব্যাটকে ফাঁকি দিয়ে প্যাডে আঘাত করে।
বাংলাদেশের বোলারদের আত্মবিশ্বাসী আবেদনের পর আম্পায়ার হারমানপ্রীতকে আউট দেন কিন্তু ভারতীয় অধিনায়ক এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে তখনই স্টাম্পে আঘাত করে বসেন। এরপরও অবশ্য থামেননি তিনি, প্যাভিলিয়নে যেতে যেতে তর্ক করতে থাকেন ম্যাচ অফিশিয়ালদের সাথে।
পরবর্তীতে ম্যাচ প্রেজেন্টেশনে সরাসরি অভিযোগ করেছেন আম্পায়ারদের নিয়ে আর সবশেষে বাজে মন্তব্য ছুঁড়েছেন বাংলাদেশ দলের দিকে। জ্যোতি,মারুফাদের আম্পায়ারের সাথে ফটোশুট করতে বলেন অভিজ্ঞ এই ভারতীয় অলরাউন্ডার।