এলপিএল নাকি দেশ? কোনটাকে বেছে নেবেন হৃদয়?

জাফনা কিংসের হয়ে কয়েকটা ম্যাচ খেলার জন্য গিয়েছিলেন তাওহীদ হৃদয়। মূলত সাবেক পাকিস্তানি অধিনায়ক শোয়েব মালিকের বিকল্প হিসেবে তাঁকে নেওয়া হয়েছিল দলে।

কিন্তু, তিন ম্যাচে যে পারফরম্যান্স তাতে তাওহীদ হৃদয়কে এখনই ছাড়তে চাচ্ছে না জাফনা। তাকে চলমান লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) শেষ পর্যন্ত চায় ফ্র্যাঞ্চাইজিটি। এখন তাওহীদ হৃদয় নিজে কি করেন, সেটাই দেখার বিষয়।

তিন ম্যাচ শেষে ১৪৮.৭৮ স্ট্রাইক রেটে ১২২ রান করেন হৃদয়। এখন অবধি তিনিই আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক।

প্রথম ম্যাচে ফিফটি করার পর, দ্বিতীয় ম্যাচে করেছিলেন ২০ বলে ২৪ রান। তৃতীয় ম্যাচে তো স্বদেশি সাকিব আল হাসানের বিপক্ষে ২৩ বলে ২ বাউন্ডারি ও ৪ ছক্কায় করেছেন অপরাজিত ৪৪ রান। সব মিলিয়ে তিন ম্যাচের সবগুলোতে কার্যকর ছিলেন হৃদয়।

এমন একজন খেলোয়াড়কে কোন দলই বা চাইবে ছেড়ে দিতে! জাফনা কিংসের দলীয় সূত্র থেকে জানা গেছে, পুরো টুর্নামেন্ট জুড়েই হৃদয়কে রেখে দিতে চায় তাঁরা। আবার সামনেই এশিয়া কাপ বলে হৃদয় নিজে এলপিএল যাত্রাটার খুব বেশি দীর্ঘায়িত করতে চান না।

তিনি দেশকেই প্রাধান্য দিচ্ছেন। অবশ্য, শ্রীলঙ্কাতেই হবে এশিয়া কাপের বড় একটা অংশ। ফলে, লিগের পুরোটা খেললে প্রস্তুতি মন্দ হবে না হৃদয়ের।

পাকিস্তান ও নেপালের মধ্যকার ম্যাচ দিয়ে এশিয়া কাপ শুরু হবে আগামী ৩০ আগস্ট। এবার এশিয়া কাপ হচ্ছে হাইব্রিড মডেলে। ভারত ও পাকিস্তান রয়েছে গ্রুপ এ-তে।

অন্যদিকে, বাংলাদেশ রয়েছে গ্রুপ বি-তে। ৩১ আগস্ট শ্রীলঙ্কার সঙ্গে ম্য়াচ দিয়ে নিজেদের এশিয়া কাপের অভিযান শুরু করবেন সাকিব-মুশফিকরা। এরপর তিন সেপ্টেম্বর আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ পাকিস্তানের মাটিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link