অধিনায়কত্ব পেয়েই হারের স্বাদ সাকিবের

সাকিবের নেতৃত্বেই এশিয়া কাপ ও বিশ্বকাপ খেলবে বাংলাদেশ। মধ্যদুপুরে এমন ছড়িয়ে পড়া সুসংবাদটা নিশ্চিতভাবেই পৌঁছেছিল সাকিবের কান পর্যন্ত। কিন্তু এমন দিনেও অন্তিম ভাগটা বোধহয় সাকিবের বিবর্ণভাবেই কাটলো। লঙ্কা প্রিমিয়ার লিগে হাসলো না তাঁর ব্যাটিং, বদলালো না তাঁর দলের ভাগ্যও। হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে গল টাইটান্স।

এলপিএলে সাকিবের দল আজ মুখোমুখি হয়েছিল ডাম্বুলা অরার বিপক্ষে। সে ম্যাচে ব্যাট হাতে ব্যর্থই হয়েছেন তিনি। নূর আহমেদের বলে বোল্ড হয়ে ফিরেছেন ১৩ বলে ১৩ রান করে। ব্যাট হাতে সাকিবের এমন ব্যর্থতার দিনে গল টাইটান্সও বেশিদূর এগোতে পারেনি। থেমে যায় মাত্র ১৩৩ রানে। ডাম্বুলা অরা সেই লক্ষ্য টপকে যায় ১৪ বল হাতে রেখেই।

অবশ্য ব্যাট হাতে ব্যর্থ হলেও বল হাতে ঠিকই নিজের জাত চিনিয়েছেন সাকিব। ৪ ওভারে মাত্র ২০ রান দিয়ে তুলে নিয়েছিলেন কুশাল পেরেরার উইকেট। নিজের চতুর্থ ওভারে এসে মাত্র ১ রান দিয়ে ঐ একটি উইকেটেই প্রতিপক্ষের উপর কিছুটা চাপ বাড়িয়েছিলেন সাকিব। যদিও শেষ রক্ষা হয়নি। আভিষ্কা ফার্নান্দোর ব্যাটিং তোপের সামনে দাঁড়াতেই পারেনি সাকিবের দল। ৭ উইকেটে হেরে যায় গল টাইটান্স।

এলপিএলে এখন পর্যন্ত ৫ ইনিংসে নামের পাশে মাত্র ৮৩ রান যোগ করতে পেরেছেন সাকিব। যেখানে তাঁর ব্যাটিং গড় মাত্র ১৬.৬০। অথচ, শুরুর দুই ম্যাচে ব্যাট হাতে দারুণ শুরুরই আভাস দিয়েছিলেন সাকিব। প্রথম ম্যাচে ২৩ রানের পর দ্বিতীয় ম্যাচে খেলেছিলেন ৩০ রানের ইনিংস। কিন্তু এরপরই ছন্দপতন ঘটে তাঁর ব্যাটিংয়ে। পরের ৩ ইনিংস মিলিয়ে যোগ করেন মাত্র ৩০ রান।

তবে ব্যাট হাতে ব্যর্থ হলেও এখন পর্যন্ত দলের সেরা বোলার কিন্তু সাকিবই। এখন পর্যন্ত ৬ ইনিংসে বল ঘুরিয়ে ৬ উইকেট শিকার করেছেন তিনি। যেখানে তাঁর ইকোনমি রেট ছিল ৬.৬৮।

এখন পর্যন্ত ৬ ম্যাচে মাত্র ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তলানিতে আছে সাকিবের দল। অবশ্য বাকি দুই ম্যাচে ঘুরে দাড়াতে পারলে শেষ চারে ওঠার সুযোগ থাকছে গল টাইটান্সের। তবে তার জন্য যে অলরাউন্ডার সাকিবকে ব্যাটে, বলে জ্বলে উঠতেই হবে।

লেখক পরিচিতি

বাইশ গজ ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করার চেষ্টা করি...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link