অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী ওপেনার তানজিদ হাসান তামিম প্রথমবারের মত জাতীয় দলে ডাক পেয়ে একটা আলোড়ন সৃষ্টি করেছেন। কোচ কিংবা অধিনায়ক – দু’জনই ভরসা রাখতে চান নবীন এই ক্রিকেটারের ওপর।
এশিয়া কাপের অধিনায়ক সাকিব আল হাসান আশাবাদী তানজিদ তামিমের ব্যাপারে। তিনি বলেন, ‘আমি তাকে নিয়ে অনেক আশাবাদী। শুধু আমি না পুরো দলই ওকে নিয়ে আশাবাদী যে ও অনেক ভালো খেলবে। এমন না যা এই দুই ম্যাচ বা চার ম্যাচে ভালো না করে তাহলে ও ভালো হতে পারবে না। আবার এমন না যে এই চার ম্যাচে ভালো করলেই ভালো প্লেয়ার হয়ে যাবে।’
তানজিদকে নিজের খেলাটা উপভোগ করার পরামর্শ দিলেন সাকিব। তিনি বলেন, ‘সামনে অনেক সময় আছে। আমি যেটা আশা করবো ওর থেকে, ও যেভাবে পারফরম্যান্স করে আসছে যেখানেই খেলেছে এমন পারফরম্যান্সটাই যেন করে এবং উপভোগ করে যেন ড্রেসিং রুমের পরিবেশ। আমাদের যেটা দায়িত্ব ওকে যত বেশি কম্ফোর্টেবল ফিল করানো যায়। ও যেন সেটা ফিল করতে পারে।’
যুব বিশ্বকাপ জয়ী বেশ কয়েকজন ক্রিকেটার খেলছেন এবারের এশিয়া কাপ। সাকিব নিজে এখানে ইতিবাচকতা দেখতে পান। তিনি বলেন, ‘ওরা যেহেতু একটা বিশ্বকাপ জিতেছে। ওদের মধ্যে একটা ওয়ার্ল্ডকাপ উইনিং মেন্টালিটি আছে। আমার মনে হয় এটা আমাদের দলকে আরও ভালো কিছু করার জন্য অনুপ্রাণিত করবে। ওদের মধ্যে এমন মেন্টালিটি আছে যে ওরা জিততে চায়। এটা খুবই গুরুত্বপূর্ণ। আশাকরি ওরা এই মেন্টালিটিটা নিয়েই ড্রেসিং রুমে আসবে এবং ড্রেসিং রুমের পরিবেশটাও ওভাবেই গড়ে তুলবে।’
রোববার দুপুরে এশিয়া কাপের জন্য শ্রীলঙ্কার উদ্দেশ্যে বিমানে উঠবে সাকিব আল হাসানের দল। পাকিস্তান ও নেপালের মধ্যকার ম্যাচ দিয়ে এশিয়া কাপ শুরু হবে আগামী ৩০ আগস্ট। এবার এশিয়া কাপ হচ্ছে হাইব্রিড মডেলে। ভারত ও পাকিস্তান রয়েছে গ্রুপ এ-তে।
অন্যদিকে বাংলাদেশ রয়েছে গ্রুপ বি-তে। ৩১ আগস্ট শ্রীলঙ্কার সঙ্গে ম্য়াচ দিয়ে নিজেদের এশিয়া কাপের অভিযান শুরু করবেন সাকিব-মুশফিকরা।
এই ম্যাচ সামনে রেখে সাকিব বলেন, ‘এশিয়া কাপে আমাদের প্রথম ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে। ওখানে যেটা দেখেছি এবং অতীত রেকর্ড যা বলছে, ব্যাটসম্যানরা রান পায়। এবারও তেমন কিছু্ হবে। এজন্য বোলারদের বেশ চ্যালেঞ্জ থাকবে। তবে আমরা ভালো প্রস্তুতি নিয়েছি।’
এরপর তিন সেপ্টেম্বর আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ পাকিস্তানের মাটিতে। যদিও, গ্রুপ পর্ব নয়, বরং সাকিব-হাতুরুসিংহের নজর যে শিরোপার দিকে – সেটা খুব ভাল ভাবেই পরিস্কার করে দিয়েছেন তাঁরা।