এবারের এশিয়া কাপে সবার আগে সুপার ফোর নিশ্চিত করেছে পাকিস্তান। সেই ধারাবাহিকতায় সবার আগে সুপার ফোর যাত্রাও শুরু করতে যাচ্ছে বাবর আজমের দলকে। আগামী বুধবার লাহোরে গাদ্দাফি স্টেডিয়ামে সুপার ফোর পর্বে প্রথম ম্যাচে হিসেবে বাংলাদেশের মুখোমুখি হবে তাঁরা। তো সেই ম্যাচের জন্য পাকিস্তানের সম্ভাব্য একাদশ কেমন হবে?
এমনিতে গ্রুপ পর্বের ম্যাচগুলোতে ম্যাচ শুরুর প্রায় ১২ ঘন্টা আগেই একাদশ ঘোষণা করেছিল পাকিস্তান। সুপার ফোরে এসে পাকিস্তান সেই রণকৌশলেই এগোবে কিনা তা সময়ই বলে দিবে। তবে ধারণা করা হচ্ছে, আগের দুই ম্যাচের একাদশ অপরিবর্তিত রেখেই বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান।
পাকিস্তানের ব্যাটিং লাইনআপে অনুমিতভাবেই ইনিংস শুরুর গুরু দায়িত্ব থাকবে ইমাম উল হক ও ফখর জামানের কাঁধে। আর নাম্বার তিনে ব্যাটিং করতে আসবেন অধিনায়ক বাবর আজম। নেপালের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে ১৫১ রানের ইনিংস খেলেছিলেন তিনি।
বাবরের পর চার নম্বরে আসবেন উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। আর এখন পর্যন্ত পাঁচ নম্বরে তেমন সফল না হলেও আগা সালমানের উপরেই ভরসা রাখছে পাকিস্তানের টিম ম্যানেজমেন্ট।
পাকিস্তানের লাইনআপে এরপরের জায়গা গুলো অনেকটা নিশ্চিতই বলা চলে। নেপালে বিপক্ষে ১০৯ রানের দুর্দান্ত ইনিংস খেলা ইফতিখার আহমেদ খেলবে ছয়ে। এরপর সাত ও আট নম্বরে রয়েছেন দুই স্পিন বোলিং অলরাউন্ডার শাদাব খান ও মোহাম্মদ নওয়াজ।
আর বাকি ৩ টি জায়গার জন্য ৩ পেসারের পথেই হাটবে পাকিস্তান। দারুণ ছন্দে থাকা শাহীন আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ ত্রয়ীতেই বিশ্বাস রাখছে টিম ম্যানেজমেন্ট। ভারতের বিপক্ষে ভেস্তে যাওয়া ম্যাচটিতে ১০ উইকেটের সবকটিই নিয়েছিলেন এ তিন পেসার।
জানিয়ে রাখা ভাল, বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের সুপার ফোরে এ ম্যাচটি বুধবার শুরু হবে বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায়।
- বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের একাদশ
ইমাম উল হক, ফখর জামান, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, আগা সালমান, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, শাহীন আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ।