রবীন্দ্র জাদেজার বোলিং শুধু প্রতিপক্ষ ব্যাটারদের নয়, সময়কেও ফাঁকি দেয়। বরাবরই দ্রুত ওভার শেষ করার জন্য বিখ্যাত, কিন্তু কটকে যেন তিনি এক অন্য স্তরে পৌঁছে গেলেন! মাত্র ৭৩ সেকেন্ডে এক ওভার শেষ করে ব্যাটারদের তো বটেই, ধারাভাষ্যকারদেরও হতবাক করে দিলেন এই বাঁ-হাতি স্পিনার।
কোটাকে ইংল্যান্ডের ইনিংসের ২৪ তম ওভার—স্ট্রাইকে হ্যারি ব্রুক। ‘স্যার’ জাদেজা যেন নিখুঁত পরিকল্পনায় তাঁর পা লক্ষ্য করে বল করে যাচ্ছেন একের পর এক। ব্রুক বাধ্য হয়ে প্রতিটি বল ডিফেন্স করতে থাকেন। শেষ বলটি মিড উইকেটের দিকে ঠেলেও রান পেলেন না। ইনিংসের প্রথম মেডেন ওভার!
ধারাভাষ্যকারেরা এক মুহূর্ত চুপ। তারপর অবিশ্বাসের সুরে ঘোষণা— মাত্র ৭৩ সেকেন্ডে এক ওভার শেষ করেছেন জাদেজা! সাধারণত এক ওভার শেষ করতে স্পিনারদের দেড় মিনিট লেগে যায়। অথচ জাদেজা যেন এক প্রজেক্টাইল হয়ে ৭৩ সেকেন্ডে ওভার গুটিয়ে দিলেন!
কিন্তু কেবল ওভার দ্রুত শেষ করাই নয়, উইকেটও তুলে নিয়েছেন জাড্ডু। ভারতীয় বোলারদের মধ্যে সফলতম তিনি। ১০ ওভারে ৩৫ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। দিয়েছেন ইনিংসের একমাত্র মেইডেন ওভারও।
সবচেয়ে বড় কথা, যে দুজন ইংল্যান্ডকে লড়াইয়ে রাখছিলেন— জো রুট এবং বেন ডাকেট। দু’জনই হাফ সেঞ্চুরি করে ফেলেছিলেন। দু’জনকেই ফিরিয়ে দিয়েছেন জাডেজা। স্পেলের শেষ বলে তুলে নেন জেমি ওভারটনকেও।
নাগপুরেও ৩ উইকেট পেয়েছিলেন, কোটাকেও ৩ উইকেট। দুই ম্যাচ মিলিয়ে ৬ উইকেট! অথচ, গল্পের সবচেয়ে বড় নাটকীয়তা অন্য জায়গায়— যখন বিশ্ব ক্রিকেট ধীরে ধীরে স্লো-ওভার রেটের কবলে, তখন জাদেজা যেন সময়ের বিরুদ্ধে এক বিদ্রোহী বোলার।