ভুল বোঝাবুঝিতে রানআউট নাফে, হাফ ছেড়ে বাঁচলেন রাব্বি

একেবারে পাকিস্তান সুলভ রানআউট। দারুণ এক পার্টনারশীপের এক অনাকাঙ্ক্ষিত সমাপ্তি। বাংলাদেশ দল হাফ ছেড়ে বাঁচল। 

একেবারে পাকিস্তান সুলভ রানআউট। খাজা নাফে আউট হয়ে রাগও ঝাড়লেন,  ব্যাট ছুড়ে মারলেন মেজাজ হারিয়ে। দারুণ এক পার্টনারশীপের এক অনাকাঙ্ক্ষিত সমাপ্তি। বাংলাদেশ দল হাফ ছেড়ে বাঁচল।

টপ এন্ড টুর্নামেন্টের প্রথম ম্যাচে পাকিস্তান শাহীনসের বিপক্ষে টসে হেরে প্রথমে বোলিং পায় বাংলাদেশ এ দল। পাকিস্তানি দুই ওপেনার রীতিমত তুলোধুনো করছিলেন বাংলাদেশের বোলারদের। তবে ছন্দপতন ঘটে ইনিংসের ১২ তম ওভারে।

হাসান মাহমুদের ছোড়া বল ইয়াসির খানের পায়ে আঘাত হানে। আবেদন করেন হাসান। কিন্তু ততক্ষণে একটি রান নেওয়ার জন্যে খাজা নাফে চলে গেছেন স্ট্রাইকিং প্রান্তে। কিন্তু এক বিন্দুও নড়েননি ইয়াসির।

ততক্ষণে উইকেটের পেছন থেকে নুরুল হাসান সোহান দৌড়ে এসে বল ছুড়ে দিলেন হাসানের দিকে। ঘুরে প্রাণপনে দৌড়ালেও খাজা নাফে পৌঁছাতে পারেননি। অগ্যতা রান আউট। রাগে-ক্ষোভে নিজের হাতের ব্যাট ছুড়ে ফেললেন খাজা নাফে। দারুণ ব্যাটিং করে যাচ্ছিলেন তিনি।

১৯৬ স্ট্রাইকরেটে ৩১ বলে ৬১ রান তুলে ফেলেছিলেন নাফে। দারুণ গতিতে ছুটে চলা ইনিংসটির পতন ঘটে সামান্য এক ভুল বোঝাবুঝিতে। অবশ্য আরও ৬ বল আগেই আউট হয়ে যেতে পারতেন খাজা নাফে। বাউন্ডারি ঘেষে দারুণ দক্ষতায় ছক্কা বাঁচিয়ে আউটের সম্ভাবনা তৈরি করেছিলেন নাঈম শেখ।

কিন্তু মাহফুজুর রহমান রাব্বি সে বলটা তালুবন্দী তো করতেই পারেননি, উলটো সেই বলকে বাউন্ডারিতে পরিণত করেন রাব্বি। নাফের অনাকাঙ্ক্ষিত রান আউটে হয়ত রাব্বি খানিকটা হাফ ছেড়ে বাঁচলেন, বেশিদূর অবধি এগোতে নাফে যে পারেননি।

Share via
Copy link