প্রতিপক্ষ জিম্বাবুয়ে: বাংলাদেশ ৫০ নট আউট!

জিম্বাবুয়ের বিপক্ষে জয়ের হাফ সেঞ্চুরি করলো বাংলাদেশ দল। এই প্রথম কোনো দলের বিপক্ষে ৫০ জয় পেল বাংলাদেশ। প্রতিপক্ষের নাম জিম্বাবুয়ে, জয়টা এলো জিম্বাবুয়ের হারারেতে। সেটাতেই নিশ্চিত হল জিম্বাবুয়ের হোয়াইটওয়াশ।

আর অবশ্যই সবচেয়ে বেশি ম্যাচও হয়েছে তাদের বিপক্ষেই। ৭৮ টি ওয়ানডে ম্যাচ হয়েছে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যে। অন্যদিকে উইন্ডিজের বিপক্ষে ৪১ ওয়ানডেতে ১৮ জয় বাংলাদেশের। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে ৩৮ ওয়ানডেতে ১০ জয় আর শ্রীলঙ্কার বিপক্ষে ৫১ ওয়ানডেতে ৯ জয় পেয়েছে বাংলাদেশ দল।

বড় রান তাড়া করতে নেমে সিরিজের তৃতীয় ওয়ানডেতে জিম্বাবুয়েকে সহজেই হারিয়েছে বাংলাদেশ। অধিনায়ক তামিম ইকবাল জয়ের সুর বেঁধে দেওয়ার পর দারুণ ব্যাটিংয়ে দলের জয় নিশ্চিত করেন নুরুল হাসান সোহান। বড় রান তাড়া করে সহজেই জেতার পর তামিম জানিয়েছেন বিশ্বকাপে ভালো করতে হলে এমন ভাবে নিয়মিতই জেতা উচিত তাদের।

জিম্বাবুয়ে ২৯৯ রানের চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়ার পর জয় নিয়ে অনিশ্চিয়তা তৈরি হয়েছিল। কারণ জিম্বাবুয়ের মাটিতে এর বেশি রান তাড়া করে একবারই জিতেছিল বাংলাদেশ সেটাও প্রায় এক যুগ আগে। জয় নিয়ে শঙ্কা আরো বাড়িয়ে দিয়েছিল আগের দুই ম্যাচে টপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতা। দুই ম্যাচ জিতলেও ভেঙে পড়েছিল বাংলাদেশের টপ অর্ডার।

তবে আজ রান তাড়া করতে নেমে শুরু থেকেই ইতিবাচক ছিল বাংলাদেশের ব্যাটিং। যেখানে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তামিম। আর কার্যকরি ইনিংস খেলে দলের জয়ে অবদান রেখেছেন সাকিব আল হাসান, মোহাম্মদ মিথুন, নুরুল হাসান সোহান ও আফিফ হোসেন। তাই ম্যাচ শেষে তামিম জানিয়েছেন বিশ্বকাপের জন্য এমন রান তাড়া করে জেতা ভালো অনুশীলন।

তামিম বলেন, আমি যে অবদান রেখেছি তাতে আমি খুশি। ব্যাটিংয়ের জন্য আজ খুব ভালো উইকেট ছিল। ওরা আরো ২৫-৩০ রান বেশি করতে পারতো। কিন্তু আমরা ডেথ ওভারে ভালো বোলিং করেছি। আপনি যদি বিশ্বকাপে ভালো করতে চান তবে এরকম রান নিয়মিত তাড়া করে জেতা উচিত। বিশ্বকাপের জন্য এটা ভালো অনুশীলন।

জিম্বাবুয়েকে হোয়াটওয়াশ করার সিরিজে ব্যাটে বলে দুর্দান্ত করে সিরিজ সেরা হয়েছেন সাকিব আল হাসান। নিজের পারফরম্যান্সে খুশি তিনি। নিজে সিরিজ সেরা হলেও পুরো দলকেই কৃতিত্ব দিয়েছেন সাকিব। ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে হোয়াটওয়াশ করার পর এই অলরাউন্ডারের নজর এখন টি-টোয়েন্টি সিরিজের দিকে।

সাকিব বলেন, ‘দলের সাফল্যে অবদান রাখতে পেরে ভাল লাগছে। ৩-০ তে জেতা সহজ নয়। তাই এমন পারফরম্যান্সের জন্য দলকে কৃতিত্ব দিতেই হবে। উইকেটটি খুব ভাল ছিল। বল ব্যাটে আসছিল। তবে ব্যাট হাতে আমি সুযোগ মিস করেছি। টি-টোয়েন্টিতে উভয় দলই সমান ভাবে খেলায় থাকে তাই আমাদের সব সময়ের জন্য সেরা হওয়া দরকার। কারণ দুই একটি বল পুরো খেলাটাই পরিবর্তন করে দিতে পারে। আমরা টি-টোয়েন্টি সিরিজের অপেক্ষায় রয়েছি।

হোয়াটওয়াশ এড়ানোর ম্যাচে বড় সংগ্রহই পেয়েছিল জিম্বাবুয়ে। তবে বোলারদের ব্যর্থতায় হারতে হয়েছে স্বাগতিকদের। জিম্বাবুয়ের অধিনায়ক ব্রেন্ডন টেইলর জানিয়েছেন বড় সংগ্রহ পেলেও ১৫-২০ রান কম করেছিলেন তারা। তবে টেইলর প্রশংসা করেছেন দলের তিন হাফ সেঞ্চুরিয়ানেরই।

টেইলর বলেন, ‘শেষের দিকে যথেষ্ঠ রান তুলতে পারিনি। প্রায় ১৫-২০ রান শট ছিল। বাংলাদেশ ইনিংসটি ভাল ভাবে সাজিয়েছে। তামিম দারুণ শুরু করেছিল। আমরা নয় ​​মাস ধরে ওয়ানডে খেলিনি। সুতরাং পরবর্তী আয়ারল্যান্ডের জন্য অপেক্ষা করছি। চাকাভা ভালো করেছে। রাজা এবং বার্লও দারুণ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link