রেসলিং জগতের মুখোশধারী কিংবদন্তি

আর যদি মুখোশধারী কারো কথা বলা হয় তাহলে তাদের মনে সর্বপ্রথম রে মিস্টেরিওর নাম জাগবে। সম্প্রতি রে মিস্টেরিও পরলোক গমন করেছেন।

বাস্তব বা অভিনয় যাই হোক – নব্বইয়ের দশক থেকেই তরুণদের মাঝে রেসলিং বেশ জনপ্রিয়। আর যদি মুখোশধারী কারো কথা বলা হয় তাহলে তাদের মনে সর্বপ্রথম রে মিস্টেরিওর নাম জাগবে। সম্প্রতি রে মিস্টেরিও পরলোক গমন করেছেন। তবে এটা ভেবে ভুল করবেন না যে ডব্লিউডব্লিউই তারকা রে মিস্টেরিও মৃত্যু বরণ করেছেন। রে মিস্টেরিওর গুরু রে মিস্টেরিও সিনিয়র রেসলিং জগৎ কে অশ্রু সিক্ত করে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন।

লুচা লিব্রে জগতে এক স্বনামধন্য নাম রে মিস্টেরিও সিনিয়র যার আসল নাম মিগুয়েল অ্যাঞ্জেল লোপেজ দিয়াজ। তিনি রেসলিং জগতে ছিলেন এক অবিস্মরণীয় নাম। তাঁর অকাল মৃত্যু শুধু মেক্সিকোর নয়, পুরো রেসলিং বিশ্বকে শোকাচ্ছন্ন করে তুলেছে। ৬৬ বছর বয়সে ডিসেম্বর ২০, ২০২৪ সালে তিনি মৃত্যু বরণ করেন।

ছোটবেলা থেকেই রেসলিংয়ের প্রতি ভালোবাসা রে মিস্টেরিও সিনিয়রকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিল। নিজের দুর্ধর্ষ স্কিল, দ্রুত গতির কৌশল এবং অসাধারণ উদ্ভাবনী ক্ষমতার মাধ্যমে তিনি রেসলিংয়ের জগতে এক নতুন অধ্যায়ের সূচনা করেছিলেন। শুধু রেসলার হিসেবেই নয়, একজন কোচ হিসেবেও তিনি ছিলেন অদ্বিতীয়। তাঁর তত্ত্বাবধানে অনেকে সেরা রেসলার হয়ে উঠেছেন, যার মধ্যে অন্যতম তাঁর ভাগ্নে, রে মিস্টেরিও জুনিয়র।

জীবনের শেষ সময়গুলোতে রে মিস্টেরিও সিনিয়র মূলত প্রশিক্ষণের ওপর মনোনিবেশ করেন। শারীরিক সমস্যায় ভুগলেও তিনি সবসময় তরুণ রেসলারদের পাশে থেকেছেন। তাঁর জীবনাবসান ঘটে শান্তিপূর্ণ পরিবেশে, পরিবারের সদস্যদের মাঝে। এটি তাঁর প্রতি সবার ভালোবাসার প্রতিফলন।

তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সারা বিশ্ব থেকে শ্রদ্ধাঞ্জলি আসতে শুরু করে। রেসলার থেকে শুরু করে ভক্তরা তাঁদের নিজ নিজ পদ্ধতিতে তাঁকে শ্রদ্ধা জানান। টিজুয়ানায়, তাঁর নিজ শহরে, এক বিশেষ স্মরণসভা অনুষ্ঠিত হয় তার স্মরণে। ঐতিহ্যবাহী মেক্সিকান রীতি ও রেসলিংয়ের বিশেষ আয়োজনের মাধ্যমে তাঁকে সম্মান জানানো হয়।

রে মিস্টেরিও সিনিয়রের প্রভাব আজও জীবন্ত। তিনি শুধু একজন রেসলার ছিলেন না; তিনি ছিলেন এক অনুপ্রেরণা। তিনি ছিলেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য পথপ্রদর্শক। তাঁর মৃত্যু হলেও তাঁর চেতনা, শিক্ষা ও ভালোবাসা চিরকাল জীবিত থাকবে।

শেষমেশ, রে মিস্টেরিও সিনিয়রের জীবনের গল্পটি শুধুমাত্র একটি রেসলারের গল্প নয়, এটি একটি যোদ্ধার, একজন স্বপ্নদ্রষ্টার এবং একজন কিংবদন্তির গল্প, যিনি প্রমাণ করেছেন যে সত্যিকারের নায়করা কখনও হারিয়ে যান না।

Share via
Copy link