ভিসা জটিলতায় কানাডায় যেতে পারলেন না আফিফ

ফ্রাঞ্চাইজি লিগে খেলা নতুন কিছু নয় আফিফ হোসেনের জন্য। এর আগে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ লিগ (সিপিএল), লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) মত টুর্নামেন্টে খেলেছেন তিনি।

ফ্রাঞ্চাইজি লিগে খেলা নতুন কিছু নয় আফিফ হোসেনের জন্য। এর আগে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ লিগ (সিপিএল), লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) মত টুর্নামেন্টে খেলেছেন তিনি। সর্বশেষ ডাক পেয়েছেন কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে; বিসিবির অনাপত্তিপত্র পেয়ে যাওয়ায় ইউরোপীয় দেশটিতে উড়াল দেয়ার মানসিক প্রস্তুতি সেরে রেখেছিলেন তিনি।

তবে ভাগ্য বাদ সেধেছে আফিফ হোসেনের কানাডা ভ্রমণে। ভিসা জটিলতার কারণে গ্লোবাল টি-টোয়েন্টি লিগে অংশ নিতে পারছেন না তিনি। একরকম বাধ্য হয়েই তাঁকে এশিয়া কাপের ক্যাম্পে যোগ দিতে হচ্ছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি নির্ভরযোগ্য সূত্র আফিফ হোসেনের কানাডায় যেতে না পারার বিষয়টি নিশ্চিত করেছেন। গত ৩০ জুলাই বিমানে ওঠার কথা ছিল তাঁর। যদিও শেষ পর্যন্ত সেটা সম্ভব হয়নি।

গ্লোবাল টি-টোয়েন্টিতে আফিফ হোসেনের খেলার কথা ছিল সারে জাগুয়ার্সে। একই দলে বর্তমানে আছেন আরেক বাংলাদেশী তারকা ব্যাটসম্যান লিটন দাস। এছাড়া একই লিগের আরেকটি ক্লাব মন্ট্রিয়েল টাইগার্সের হয়ে খেলেছেন সাকিব আল হাসান।

যদিও, শুরুর কয়েক ম্যাচ খেলেই বিশ্বসেরা অলরাউন্ডার চলে এসেছেন শ্রীলঙ্কায়, গালি টাইটান্সের জার্সিতে এলপিএল খেলছেন তিনি। সব মিলিয়ে তৃতীয় বাংলাদেশি হিসেবে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে ডাক পেয়েছেন আফিফ হোসেন। কিন্তু ভিসা না পাওয়ায় খেলতে পারলেন না তিনি। বিদেশি লিগে লিটন-আফিফ জুটি দেখাটা নিশ্চয়ই চোখের শান্তি হতো।

ফ্রাঞ্চাইজি লিগে খেলতে না পারায় আক্ষেপ হতেই পারে আফিফ হোসেনের; তবে আসন্ন এশিয়া কাপ আর বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেলে সেই আক্ষেপ মিটে যাবে তাঁর। আবার বড় মঞ্চে পারফর্ম করতে পারলে অন্যান্য ফ্রাঞ্চাইজি থেকেও আমন্ত্রণ আসতে পারে এই বাঁ-হাতির।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...