মেসিকে দলে টানার দৌড়ে এগিয়ে আল হিলাল

আর মাস খানের মধ্যেই শেষ হচ্ছে ইউরোপীয় ক্লাব মৌসুম। লিওনেল মেসি তাঁর দুই বছরের পিএসজি ক্যারিয়ার শেষ করছেন এই মৌসুমেই সেটি নিশ্চিত। তবে এখনো নিশ্চিত হয়নি লিওনেল মেসির নতুন গন্তব্য।

পুরোনো ক্লাব বার্সেলোনায় ফেরার সম্ভাবনাটাও ধীরে ধীরে ফিকে হচ্ছে। আর অন্যদিকে, ইউরোপ ছেড়ে লিওনেল মেসির সৌদি আরবের আল হিলালে যোগ দেবার সম্ভাবনাও প্রবল হচ্ছে সময়ের সাথে।

সৌদি আরবে আল হিলাল কর্তৃপক্ষ ও অনেক রাজনৈতিক নেতারাও বেশ আত্মবিশ্বাসী মেসি সামনের মৌসুম থেকে তাদের লিগে মাঠ মাতাবেন। যদিও কিছুদিন আগেই মেসির এজেন্ট হিসেবে কাজ করা তাঁর বাবা সাফ জানিয়ে দিয়েছেন চলতি মৌসুম শেষ হবার আগে মেসির নতুন ক্লাব নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে না। তবে মেসি যে প্যারিস ছাড়ছেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই কারোই।

এদিকে সৌদি আরবে মেসির সমর্থকরাও প্রায় নিশ্চিত খুব শীঘ্রই গ্রহের সেরা ফুটবলারকে দেখা যাবে সৌদি লিগে। আল হিলালও মেসিকে দলে ভেড়ানোর ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী।

জানুয়ারিতেই সৌদি আরবের আরেক ক্লাব আল নাসেরে যোগ দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এবার মেসিকে সেই লিগে দেখা গেলে সেটি হবে ফুটবল প্রেমীদের জন্য দারুণ এক নষ্টালজিক মুহূর্ত।

জানা গেছে, রোনালদোর চেয়েও বড় অঙ্কের পারিশ্রমিকই মেসিকে প্রস্তাব করতে যাচ্ছে আল হিলাল। প্রস্তাবিত চুক্তি অনুযায়ী আল হিলালে যোগ দিলে বছরে প্রায় ৩০০ মিলিয়ন ইউরো আয় করবেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক।

কিছুদিন আগেই ক্রিশ্চিয়ানো রোনালদো বলেছিলেন, অল্প সময়ের মধ্যেই বিশ্বের সেরা পাঁচ লিগের তালিকায় উঠে আসবে সৌদি আরবের লিগ। লিগের দলগুলোও কাজ করছে সেই পথ বাস্তবায়নেই।

সামনের মৌসুমেই স্প্যানিশ লিগে খেলা অনেক বড় নামকেই দেখা যেতে পারে সৌদি আরবে। লিওনেল মেসির মত বিশ্বের সেরা তারকাদের আকৃষ্ট করতে আরো বড় বড় নামকে সৌদি লিগে আনার চেষ্টা চালাচ্ছে ক্লাব গুলো।

সার্জিও বুস্কেটস, করিম বেনজেমা, জর্ডি আলবা, নাচো, আলভারো মোরাতার মত ফুটবলারদের সাথে আলোচনা চালাচ্ছে সৌদি লিগের ক্লাবগুলো। এসব বড় বড় নাম এই লিগে নাম লেখালে লিওনেল মেসির মত তারকাদের দলে ভেরানোটা অনেকটাই সহজ হয়ে যাবে আল হিলালের জন্য।

এদিকে মেসিকে ন্যু ক্যাম্পে ফেরানোর ব্যাপারে এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছে বার্সেলোনা। মেসিকে স্পেনে ফিরিয়ে আনতে লা লিগা কর্তৃপক্ষের সাহায্যও চেয়েছে তারা। মেসিকে পরিপূর্ণ একটি চুক্তি প্রস্তাব করতে লা লিগা কর্তৃপক্ষের সবুজ সংকেতের অপেক্ষায় তারা।

আর্থিক দিক থেকে আল হিলালের সাথে টেক্কা দিয়ে পেরে উঠবে না কাতালানরা। তবে তাদের পক্ষে আছে লিওনেল মেসির আবেগ। সেই বাল্যকালে যেই সম্পর্কের শুরু সেই সম্পর্কের ব্যাপারটাকে এড়িয়ে যেতেও নিশ্চই মেসি কয়েকবার ভাববেন।

মেসি তাঁর বেতন কমিয়ে ন্যু ক্যাম্পে আসতে চাইলেও সেই কম বেতনেও বার্সা মেসিকে আনতে পারবে কিনা সেটিও এখনো নিশ্চিত নয়। আপাতত তাই আল হিলালই বেশ এগিয়ে আছে ক্ষুদে জাদুকরকে ঘরে আনার ব্যাপারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link