গ্রীষ্মকালীন ট্রান্সফার উইনডো এখনও শুরু হয়নি। তবে তার আগেই রীতিমত উত্তপ্ত ইউরোপিয়ান ফুটবলের দলবদলের বাজার। অবাক করা ব্যাপার হলো, এবারে ইউরোপ ছেড়ে অনেক তারকা ফুটবলারই ভবিষ্যৎ গন্তব্যের তরী ভেড়াচ্ছেন সৌদির মরুর প্রান্তরে।
এক মৌসুম আগেই যিনি ব্যালন ডি অর জিতেছিলেন, সেই করিম বেনজেমাকে দলে ভিড়িয়েছে সৌদি ক্লাব আল ইত্তিহাদ। চেলসির মধ্যভাগের প্রাণ এনগোলো কান্তেও যাচ্ছেন সেই ইত্তিহাদেই। সব মিলিয়ে আর্থিক প্রাচুর্য্যতায় সৌদি আরবের ক্লাবগুলোর সাথে পেরেই উঠছে না ইউরোপের জায়ান্ট দল গুলো।
লিওনেল মেসিকে রেকর্ড পারিশ্রমিকে দলে ভেড়াতে চেয়েছিল সৌদির আরেক ক্লাব আল হিলাল। কিন্তু তাদেরকে হতাশ করে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে ইন্টার মিয়ামির হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এ তারকা। আর তাঁকে না পেয়ে এবার নেইমারের দিকে চোখ রেখেছে আল হিলাল।
আগেই গুঞ্জন ছিল, পিএসজি ছাড়তে যান নেইমার। আর ব্রাজিলিয়ান তারকার এমন সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এবার সৌদি ক্লাব আল হিলাল তাঁকে দলে ভেড়াতে চায়। সিবিএস স্পোর্টস জানাচ্ছে, রোনালদোর মতোই বার্ষিক বেতনে নেইমারের সঙ্গে চুক্তি করতে চায় ক্লাবটি।
সে ক্ষেত্রে নেইমারকে দলে ভেড়াতে পিএসজিকে ৪৫ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি দিতে চায় আল হিল্লাল। তাতে অবশ্য বড় ধরনের আর্থিক ক্ষতির মধ্যেই পড়বে পিএসজি। কারণ নেইমারকে তাঁরা বার্সা থেকে এনেছিল ইতিহাসের সর্বোচ্চ ট্রান্সফার ফি’র মূল্যের রেকর্ড গড়ে। তাই নেইমারকে সৌদি এ ক্লাবের পাওয়ার ক্ষেত্রে প্রধান বাঁধা হয়ে দাঁড়াবে এ বিষয়টি।
অবশ্য নেইমারের এখনও প্রাধান্যেই থাকছে ইউরোপের ক্লাবগুলো। কিন্তু এখন পর্যন্ত আগ্রহ দেখায়নি কোন দল। কারণটা স্পষ্টই। নেইমারের অধিক ইনজুরিপ্রবণতা। আর এই ফিটনেস ইস্যুর কারণেই দলবদলের বাজারে ব্রাজিলিয়ান এ তারকাকে নিয়ে সেভাবে আলোচনা হচ্ছে না। এমনকি ইনজুরির কারণে গত ফেব্রুয়ারির পর থেকেই মাঠের বাইরে রয়েছেন নেইমার।
সৌদি আরবে এভাবে ইউরোপের তারকা ফুটবলারদের আগমনের ধারাটা শুরু হয়েছিল পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর মাধ্যমে। গত ডিসেম্বরে ফুটবল ইতিহাসের রেকর্ড পারিশ্রমিকে তাঁর সাথে চুক্তি করে সৌদি ক্লাব আল নাসর।
সেই ধারাবাহিকতায়, এখন সৌদি আরবের অনেক দলই ইউরোপ কাপানো ফুটবলারদের দিকে নজর রাখছে। আর তাদের প্রস্তাবটাও এত লোভনীয় যে, যে কোনো ফুটবলারের জন্য তা অগ্রাহ্য করা কঠিন। তাই এরই মধ্যে বেনজেমা, এনগোলো কান্তের মতো ফুটবলাররা পাড়ি জমাচ্ছেন সৌদি আরবে। এ ছাড়া আল হিল্লালের সাথে সার্জিও রামোসের চুক্তির আলাপও বেশ কিছু দূর গড়িয়েছে। শেষ পর্যন্ত, হয়তো এই চুক্তিটিও চূড়ান্ত হতে পারে।