ঢাকা টেস্টে থাকছেন তো তামিম?

পিঠের ব্যাথা নিয়ে তিনি অনুশীলনে ফিরেছেন। যদিও, ১৪ তারিখ শুরু হতে যাওয়া টেস্ট ম্যাচে তাঁর খেলাটা শতভাগ নিশ্চিত নয়।

সিরিজ শুরুর আগ দিয়ে তামিম ইকবালের ইনজুরি নতুন কোনো ঘটনা নয়। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শুরুর আগেও এই ধারা অব্যাহত আছে। অবশ্য, পিঠের ব্যাথা নিয়ে তিনি অনুশীলনে ফিরেছেন। যদিও, ১৪ তারিখ শুরু হতে যাওয়া টেস্ট ম্যাচে তাঁর খেলাটা শতভাগ নিশ্চিত নয়।

ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন দাসও শতভাগ ফিট নন। ইনজুরিতে আক্রান্ত সাকিব আল হাসানের পরিবর্তে আফগানদের বিপক্ষে টেস্টে দলকে নেতৃত্ব দিবেন লিটন।

মাঝে দু’দিন দলের সাথে অনুশীলন করেননি তামিম ও লিটন। জ্বরে ভুগছিলেন লিটন। আর পুরনো পিঠের ইনজুরিতে অস্বস্তিবোধ করছিলেন তামিম।

জ্বরের সাথে পিঠের ব্যাথা থাকলেও মাঠে এবং ব্যাটিংয়ের সময় ফুরফুরা মেজাজে ছিলেন লিটন। কিন্তু তামিমকে অস্বস্তিতে ভুগতে দেখা গেছে।

নেটে ব্যাটিং অনুশীলন করলেও স্বাচ্ছন্দ্যে ছিলেন না তামিম। আফগানদের বিপক্ষে টেস্ট তার খেলা নিয়ে শঙ্কা জেগেছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক ডা. দেবাশিষ চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘লিটনের এমআরআই করা হয়েছে, কোন সমস্যা পাওয়া যায়নি। সে বেশ ভালো আছে।’

তামিমকে পর্যবেক্ষনে রাখা হয়েছে জানিয়ে দেবাশিষ বলেন, ‘অনুশীলনে থাকলেও পর্যবেক্ষণে আছেন তামিম। তার অবস্থা পর্যবেক্ষণ করছেন ট্রেইনার, ফিজিও।’

সহকারী কোচ নিক পোথাসের অধীনে ব্যাটিং করেছেন তামিম। ব্যাকফুট শট খেলার সময় ব্যথা অনুভব করেছেন তিনি। ব্যাটিংকালে কয়েকবার কোমরে হাত দেন তিনি। বুঝা যাচ্ছে, টেস্টের মাত্র ৭২ ঘন্টা আগেও শতভাগ ফিট নন তামিম।

এদিকে, অনুশীলন শুরু করেছে ঢাকায় আসা আফগানিস্তান ক্রিকেট দলও। জাতীয় ক্রিকেট একাডেমি গ্রাউন্ডে তিন ঘণ্টা অনুশীলনে ঘাম ঝড়িয়েছে সফরকারীরা।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...