মহেন্দ্র সিং ধোনি, যার নাম শুনলেই স্টেডিয়ামের আওয়াজ বেড়ে যায় কয়েকগুণ। ক্যারিয়ারের অন্তিম লগ্নে আবারো যেন জ্বলে উঠছে ধোনির প্রদীপ শিখা। এবার চেন্নাই সুপার কিংসের হয়ে করলেন আরো একটি রেকর্ড। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে পেলেন ১৫০ তম জয়ের দেখা।
আইপিএলের ইতিহাসে তিনিই প্রথম খেলোয়াড় যিনি এই রেকর্ড করেছেন। এযাবত কালে ধোনি ২৫৯ ম্যাচে সর্বমোট ৫১৭৮ রান করেছেন। চেন্নাইকে আইপিএল শিরোপার স্বাদ এনে দিয়েছেন পাঁচবার। ১৩৭.১৩ স্ট্রাইক রেটে সাথে আছে ২৪ টি অর্ধ শতক।
তবে, আইপিএলের আবারের আসরে ২৫৯.৪৬ স্ট্রাইকে রেট নিয়ে সর্বোচ্চ স্ট্রাইক রেটের তালিকায় দ্বিতীয় স্থানে আছেন তিনি। ৯ ম্যাচে ৭ ইনিংসেই অপরাজিত ছিলেন ভারতের সাবেক এই অধিনায়ক। এই আসরে মোট ৯৬ রান করেন তিনি।
চেন্নাই তাঁদের সর্বশেষ ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে ৭৮ রানের বিশাল জয় পায়। সেই ম্যাচে ধোনি যখন মাঠে নামেন তখন চেন্নাইয়ের হাতে ছিল মাত্র ৪ বল। ধোনি ২২ গজে এসেই প্রথম বলেই একটি বাউন্ডারি হাঁকান। তারপরের বলে তিনি একটি রান নিয়ে প্রান্ত বদল করেন। অর্থাৎ এই ম্যাচও অপরাজিত থেকেই মাঠ ছাড়েন ধোনি।
আইপিলের ইতিহাসে অন্যতম আইকনিক খেলোয়াড় হলেন মহেন্দ্র সিং ধোনি। তিনি তাঁর দক্ষতা, স্থির মানসিকতা এবং অসাধারণ ফিনিশিং সক্ষমতার জন্য বেশ পরিচিত। ২০০৮ সালে প্রথম চেন্নাই সুপার কিংসে যোগ দেন তিনি।
তারপর থেকেই তাঁর দক্ষতা দিয়ে এন্নাইকে আইপিলের অন্যতম সফল দলে পরিণত করেন ধোনি। মাঠ কিংবা মাঠের বাইরে ধোনির জনপ্রিয়তা আকাশ ছোঁয়া। সেই জনপ্রিয়তা তাঁকে ভারতের সাংস্কৃতিক আইকনে পরিণত করেছে। তাছাড়া সারা বিশ্বে একজন প্রিয় ব্যক্তিত্ব হিসেবে পরিচিতি লাভ করেছেন তিনি।
নেতৃত্ব এবং ব্যাটিং দক্ষতা উভয় ক্ষেত্রেই ভারতের ক্রিকেট তাঁর অবদান অপরিসীম। তাই তো তাঁর প্রতি ভক্তদের সম্মান এবং ভালবাসা দিন দিন বেড়েই চলেছে।