হায় কপাল! আইসক্রিমটা পড়েই গেল!

হায় কপাল! আইসক্রিমটা পড়েই গেল! এখন আমি কি খাবো! বাবা কি আরেকটা আইসক্রিম দেবে?

হায় কপাল! আইসক্রিমটা পড়েই গেল! এখন আমি কি খাবো! বাবা কি আরেকটা আইসক্রিম দেবে? না না, ক্ষুদে এই শিশুর হাত থেকে কোনো আইসক্রিম পড়ে যায়নি। তাঁর এই মিলিয়ন ডলার এক্সপ্রেশনের দৃশ্যটা ধরা পড়েছে চলমান এসএ টি-টোয়েন্টির ম্যাচ চলাকালে। শেষ বলে হেরে যায় প্রিটোরিয়া ক্যাপিটালস, সেখান থেকেই এই দৃশ্যের উৎপত্তি।

হাই স্কোরিং ম্যাচে জিতে যায় পার্ল রয়্যালস। সুপার স্পোর্ট পার্কে ক্যাপিটাল ২১২ রান সংগ্রহ করে প্রথম ইনিংসে। যদিও, শেষ রক্ষা হয়নি। রান তাড়া করতে নেমে রয়্যালস প্রথম বলে উইকেট হারালেও দ্বিতীয় উইকেট জুটিতেই অনেকটা জয় নিশ্চিত করে ফেলেন জো রুট আর রুবিন হারম্যান।

শেষ ওভার করেন নিউজিল্যান্ডের জিমি নিশাম। সেখান থেকে আট রান বের করে জয় নিশ্চিত করেন অধিনায়ক ডেভিড মিলার। শেষ বলে নিশ্চিত হয় ম্যাচের বিজয়ী। তারপরই ক্যামেরায় ধরা পরে ক্ষুদে শিশুর এই দৃশ্য।

শিশুটির রাম অ্যামেলিয়া নরকে। হ্যাঁ, ঠিকই ধরেছেন তিনি দক্ষিণ আফ্রিকার পেসার আনরিচ নরকের মেয়ে। যদিও, এই আসরে নরকে খেলছেন না। তিনি ছিটকে গেছেন ইনজুরি নিয়ে। পিঠের ইনজুরির জন্য চ্যাম্পিয়ন্স ট্রফিও খেলা হবে না তাঁর। তবে, বাবা না থাকলে কি হবে, অ্যামেলিয়া মাঠে বসে মনে প্রাণে সমর্থন করে যাচ্ছেন প্রিটোরিয়াকে!

Share via
Copy link