ঘুম থেকে উঠেই আর্চার দেখালেন ঘুমের শক্তি

ঘুম থেকে যখন ভাল কিছু হয়, তখন ঘুমই ভাল। আর্চারের ঘুমের দিকে হয়ত এবার রাজস্থান রাখবে বাড়তি নজর। 

ঘুম থেকে উঠেই তাণ্ডব করলেন জোফরা আর্চার। গতির ঝড়ে দু’বার উপড়ে ফেললেন স্ট্যাম্প। পাঞ্জাব কিংসের জয়ের রাস্তা ভেঙে-চুড়ে চুরমার করে দেন ইংলিশ এই পেসার। ইনিংসের প্রথম ওভারেই শিকার করেন দুইটি গুরুত্বপূর্ণ উইকেট। অথচ এর আগে তিনি ছিলেন ঘুমিয়ে।

রাজস্থান রয়্যালস ২০৬ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছিল। রাজস্থানের দুই ওপেনার ৮৯ রানের জুটি গড়েছিলেন। তাছাড়া জশ্বসী জয়সওয়ালও নিজস্ব ছন্দে ব্যাটিং করেছেন এদিন। দলের এমন ইতিবাচক পরিস্থিতি দেখে স্বস্তিতে একটু ঘুমিয়েও নিয়েছেন জোফরা। যেন পাওয়ার ন্যাপ নিয়ে নিজেকে প্রস্তুত করেছেন তাণ্ডবলীলার জন্যে।

ইনিংস শেষ ঘুম থেকে উঠে একটু গা গরম করে নেন। তারপর প্রথম বল ছুড়লেন তিনি। বদলি হিসেবে নামা প্রিয়াংশ আর্যকে বুঝতেই দিলেন না বাইশ গজের আবহাওয়া। তার আগেই ছত্রখান হয়ে যায় স্ট্যাম্পগুলো। শূন্য হাতে প্যাভিলিয়নে ফেরেন প্রিয়াংশ।

সম্ভবত আরও একটু ঘুমাতে চেয়েছিলেন আর্চার। সেই ক্ষোভ থেকেই আক্রমণ করেছেন পাঞ্জাব ব্যাটারদের উপর। তাকে থামানোর জন্যে পাঞ্জাবের অধিনায়ক শ্রেয়াস আইয়ার পালটা আক্রমণের রাস্তা বেছে নেন। উইকেট প্রাপ্তির পরের বলেই এক্সট্রা কাভার দিয়ে বাউন্ডারি আদায় করেন। এক বল পরে আবারও চার হাঁকান তিনি।

শ্রেয়াসের দেওয়া আক্রমণের জবাবটা খুব একটা ভাল লাগেনি আর্চারের। তাইতো ওভারের শেষ বলে তিনি বোল্ড করেন শ্রেয়াসকেও। তারপরই বুনো উল্লাস করেন জোফরা আর্চার। সাধারণত কাঁচা ঘুম কেউ ভাঙিয়ে দিলে মেজাজ খিটখিটে হয়ে যায়। কাজ করতে ইচ্ছে করে না।

কিন্তু আর্চারের নেওয়া পাওয়ার ন্যাপ যেন তার পক্ষে কাজ করেছে। তিনি দ্বিগুণ উদ্যম নিয়ে নেমেছেন বাইশ গজে। তার শিকার করা দ্রুত দুই উইকেটের ফলে মনোবল ভেঙে যায় পাঞ্জাব কিংসের। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি পাঞ্জাবের ব্যাটাররা। তাতে করে জয় লেখা হয় রাজস্থান রয়্যালসের পক্ষে। ঘুম থেকে যখন ভাল কিছু হয়, তখন ঘুমই ভাল। আর্চারের ঘুমের দিকে হয়ত এবার রাজস্থান রাখবে বাড়তি নজর।

Share via
Copy link