চাইলেই দলে ফিরতে পারবেন রোহিত-কোহলি

গত বৃহস্পতিবার আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরের জন্য ভারতের স্কোয়াড ঘোষণা করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। এরই মধ্য দিয়ে অনেক কল্পনা জল্পনার পর বিরাট কোহলি এবং রোহিত শর্মার সাদা বলের ক্রিকেট থেকে দূরে সরে যাওয়ার খবর নিশ্চিত হয়েছে।

যদিও এই জুটি আগ থেকেই টি-টোয়েন্টি ক্রিকেট থেকে দূরে রয়েছেন, আর অস্ট্রেলিয়ার কাছে ফাইনালে পরাজয়ের পর পঞ্চাশ ওভারের ফরম্যাট থেকেও সাময়িক বিরতি নিলেন।

প্রোটিয়াদের বিপক্ষে সিরিজে তাই সূর্যকুমার যাদবকে টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে বহাল রাখা হয়েছে এবং লোকেশ রাহুল ওয়ানডেতে নেতৃত্বের ভার গ্রহণ করেছেন। তবে হার্দিক পান্ডিয়া না থাকায় অনেকে ভেবেছেন অন্তত রোহিতকে অধিনায়ক হিসাবে টি-টোয়েন্টিতে ফিরে আসার জন্য অনুরোধ করবে বোর্ড। যদিও তিনি আপাতত রঙিন পোশাকে ফিরতে রাজি হননি।

কিন্তু ভারতের সাবেক পেসার আশিষ নেহরা বিশ্বাস করেন যে কোহলি এবং রোহিত চাইলে যেকোনো এই দুই ফরম্যাটে ফিরতে পারেন। তিনি বলেন, ‘বিরাট কোহলির মতো কেউ, রোহিত শর্মার মতো কেউ যদি ফিট হয়, তাহলে তাঁদের ফর্ম নিয়ে আলোচনার দরকার পড়বে না। অবশ্যই, তাঁরা ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বকাপে থাকবে।’

২০২২ এবং ২০২৩ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফ্রাঞ্চাইজি গুজরাট টাইটান্সের ডাগআউটে ছিলেন নেহরা। সেময় হার্দিককে খুব কাছ থেকে দেখেছেন তিনি, তাই তো জানেন টিম কম্বিনেশনের ক্ষেত্রে এই অলরাউন্ডারের গুরুত্ব কতখানি। সাবেক এই পেসার বলেন, তাঁর চোট টিম ইন্ডিয়ার জন্য পরিস্থিতি জটিল করে তুলেছে।’

এই ডানহাতি আরো যোগ করেন, ‘আমি অধিনায়কত্ব সম্পর্কে জানি না, এখনও সময় আছে। নির্বাচকদের জন্যও এটি একটি জটিল বিষয়। সে গুরুতর চোট পেয়েছেন এবং কখন দলে ফিরে আসবে সেটা দেখতে হবে। হার্দিক যদি ফিট হয়ে সরাসরি আইপিএল খেলে, তাহলে যেকোনো নির্বাচক কমিটির পক্ষে তাঁকে অধিনায়ক করাটা কঠিন হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link