এক শর্তে টেস্ট খেলার সম্মতি

শুধু সীমিত ওভারের ক্রিকেট নয়, টেস্ট ক্রিকেট খেলতেও মুখিয়ে আছেন ভারতের এই পেস বোলিং অলরাউন্ডার। 

প্রায় এক বছর বাদে, অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে ভারতের জার্সি গায়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন দীপক চাহার। যদিও প্রত্যাবর্তনটা তেমন রঙিন হয়নি। ব্যাট হাতে শূন্য রানে ফেরার পর বোলিংয়ে দুই উইকেট পেলেও ৪ ওভারে হজম করেছেন ৪৪ রান।

তবে ইনজুরিপ্রবণ এ পেসার এখন আগের চেয়ে নিজেকে নিয়ে অনেক আত্মবিশ্বাসী। এমনকি শুধু সীমিত ওভারের ক্রিকেট নয়, টেস্ট ক্রিকেট খেলতেও মুখিয়ে আছেন ভারতের এই পেস বোলিং অলরাউন্ডার।

এ নিয়ে ‘জিও সিনেমা’কে দেওয়া সাক্ষাৎকারে দীপক চাহার বলেন, ‘প্রস্তুতির কথা বললে, এই মুহূর্তে আমি বেশ ভাল অবস্থানে আছি। রঞ্জি ট্রফির জন্য ভাল প্রিপারেশন নিয়ে। শেষবার আইপিএলেও ভাল প্রস্তুতি ছিল। তবে হুট করে টেস্ট খেলতে বললে সম্ভব না। এটা কারো পক্ষেই সম্ভব নয়।’

তবে লাল বলের ক্রিকেট নিয়ে নিজের ভাবনা নিয়ে এ পেসার বলেন, ‘দীর্ঘমেয়াদে আমাকে নিয়ে চিন্তা করলে অবশ্যই সম্ভব। আগে থেকে অবগত থাকলে, আমি টেস্ট নিয়ে ওয়ার্কলোড বাড়াবো। আমার প্রস্তুতি আরো ভাল হবে। এই মুহূর্তে আমি বোলিংয়ে ভাল সুইং পাচ্ছি। এটা শুধু এক মাসের ব্যাপার। আমি ভারতের হয়ে টেস্ট খেলতে মুখিয়ে আছি।’

ঘরোয়া ক্রিকেটে অবশ্য বেশ ভাল ফর্মেই রয়েছেন দীপক চাহার।  সৈয়দ মুশতাক আলী ট্রফিতে ৫ ম্যাচে বল হাতে ১০ উইকেট নিয়েছেন। এর পাশাপাশি পুরো টুর্নামেন্টে ১৭১.৭৯ স্ট্রাইকরেটে ব্যাটিং করেছেন তিনি।

২০ ওভারের ক্রিকেটের এই ছন্দ দীপক টেনে এনেছিলেন বিজয় হাজারে ট্রফিতেও। অরুণাচল প্রদেশের বিপক্ষে ম্যাচে ৫৬ বলে ৬৬ রানের ইনিংস খেলেছিলেন তিনি। আর বল হাতে গুজরাটের বিপক্ষে ২ ম্যাচে নিয়েছিলেন ৬ উইকেট।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...