যে রেকর্ড শুধু কোহলির একার!

রেকর্ড আর বিরাট কোহলি যেন মুদ্রার এপিঠ-ওপিঠ। মাঠে নামলেই একের পর এক রেকর্ড করেন ভারতীয় এই ব্যাটার।

রেকর্ড আর বিরাট কোহলি যেন মুদ্রার এপিঠ-ওপিঠ। মাঠে নামলেই একের পর এক রেকর্ড করেন ভারতীয় এই ব্যাটার। এবারগড়লেন এক অনন্য রেকর্ড। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) চার হাজার রানের একমাত্র মালিক বিরাট কোহলি।

টানা ১৭ টি বছর যাবত আইপিএল খেলে যাচ্ছেন রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর জার্সিতে। প্রতিবারই দল গর্তেই কিনারায় থাকলেও কোহলি ঠিকই পৌঁছে যান হিমালয়ের চূড়ায়। প্রতিবারই কোনো না কোনো রেকর্ডের মালিক বনে যান ভারতের এই ব্যাটিং সেনসেশন। এবারও তার কোনো ব্যতিক্রম ঘটেনি।

আইপিএলের ১৭ বছরের ইতিহাসে চার হাজার রানের একমাত্র কর্ণধার এখন ‘কিং কোহলি’। ব্যাঙ্গালুরুর প্রতি এতোটাই অনুগত যে আইপিএলের সূচনা লগ্ন থেকেই তিনি একই দলে রয়ে গিয়েছেন। আবার কোহলির উপর ব্যাঙ্গালুরুর ভরসাও কম নয়। তাই তো বারবারই ব্যাঙ্গালুরুর ম্যানেজমেন্ট তাঁকে দলে ভিড়িয়েছেন।

কোহলির এই অনন্য কীর্তিতে রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু তাঁদের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট শেয়ার করেন। যেখানে লেখা ছিল, ‘আইপিএলে ১৬ জন খেলোয়াড় মিলে চার হাজার রান করেছেন। তবে বিরাটই একমাত্র খেলোয়াড় যিনি একাই চার হাজার রান সংগ্রহ করেছেন।’

আইপিএলের এবারের আসরে ১১ ম্যাচে মোট ৫৪২ রান করেছেন বিরাট কোহলি। অর্জন করেছেন অরেঞ্জ ক্যাপের মর্যাদা। রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু আইপিএল শিরোপাহীন দলগুলোর মধ্যে অন্যতম। এবারও তাঁরা হতাশ করেছে তাঁদের ভক্তদের।

১১ ম্যাচে ৪ জয় নিয়ে টেবিলের তলানিতে ব্যাঙ্গালুরু। শেষ ভরসা হিসেবে তাঁদের শেষ তিনটি ম্যাচ জয় ছাড়া বিকল্প কিছু ভাবছে না ফাফ ডু প্লেসিসের দল। গাণিতিক হিসাব আর ভাগ্য সহায় হলে তাঁরা শীর্ষ চার দল হিসেবে টুর্নামেন্ট শেষ করতে পারে।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...