বাঁ-হাতি বলেই এশিয়া কাপের দলে তিলক ভার্মা

এশিয়া কাপের জন্য দল ঘোষণা করেছে ভারত। বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) দেওয়া ১৭ সদসের দলে সুযোগ পেয়েছেন তিলক ভার্মা।

রোহিত শর্মার ডেপুটি হিসেবে আছেন হার্দিক পান্ডিয়া। দলে দুই উইকেটরক্ষক-ব্যাটার। তাঁরা হলেন লোকেশ রাহুল ও ঈশান কিষাণ। ইনজুরি জনিত ফিটনেস ইস্যু থাকলেও লোকেশের মতই স্কোয়াডে আছেন শ্রেয়াস আইয়ার।

নেই আরেক উইকেটরক্ষক-ব্যাটার সাঞ্জু স্যামসন। তবে, রিজার্ভ হিসেবে তিনি থাকবেন দলের সাথেই। মূলত, লোকেশ রাহুলের ঝুঁকি মাথায় রেখেই স্যামসনকে রাখা হয়েছে। টি-টোয়েন্টির পর ইনজুরি কাটিয়ে এবার ওয়ানডেতে ফিরেছেন জাসপ্রিত বুমরাহ।

তিলক ভার্মা প্রথমবারের মত ওয়ানডে খেলার দুয়ারে দাঁড়িয়ে আছেন। তিলককে এশিয়ান গেমসের জন্যও ভারতীয় স্কোয়াডেও রাখা হয়েছে। তবে বিশ্বকাপ এবং এশিয়ান গেমস একই সময়ে। বিসিসিআইয়ের প্রধান নির্বাচক অজিত আগরকার বলেছেন, ‘তিলকের বিশ্বকাপ দলে থাকা নিয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।’

বাঁ-হাতি বলেই সাঞ্জু স্যামসনের চেয়ে দলে জায়গা পাওয়ার ক্ষেত্রে এগিয়ে ছিলেন তিলক। নির্বাচকরা মনে করেন, তিলকে বৈচিত্র্য আসবে ভারতের ব্যাটিং অর্ডারে।

আগামী ৩০ আগস্ট মুলতানে স্বাগতিক পাকিস্তান ও নেপালের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে এশিয়া কাপ। ভারত তাদের প্রথম ম্যাচ খেলবে ২ সেপ্টেম্বর, পাকিস্তানের বিপক্ষে। ম্যাচটি হবে শ্রীলঙ্কার পাল্লেকেলেতে।

  • ভারতের এশিয়া কাপ স্কোয়াড: 

রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, সুরিয়াকুমার যাদব, তিলক ভার্মা, ঈশান কিষাণ, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দূল ঠাকুর, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, কুলদ্বীপ যাদব, প্রসিদ্ধ কৃষ্ণা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link