এশিয়া কাপ বাতিল, নতুন টুর্নামেন্ট আয়োজন করবে ভারত

এশিয়া কাপের বাকি আর চার মাস। অথচ এখনো এশিয়া কাপ নিয়ে কোনো মিমাংসায় আসতে পারেনি ভারত ও পাকিস্তান। পাকিস্তানের প্রস্তাব করা হাইব্রিড মডেলেও এশিয়া কাপে অংশ নিতে আপত্তি আছে ভারতে। এদিকে ভারতের দাবি করা নিরপেক্ষ ভেন্যুতে সম্পূর্ণ এশিয়া কাপ আয়োজনে কোনোমতেই রাজি নয় আয়োজক পাকিস্তানও।

তাই শেষপর্যন্ত বাতিল হতে পারে এশিয়া কাপ, এমনটাই শোনা যাচ্ছে। এশিয়া কাপ বাতিল হলে সেই সময়ে পাঁচ দেশকে নিয়ে নতুন একটি টুর্নামেন্ট আয়োজন করার পরিকল্পনাও শুরু করেছে বোর্ড অফ ক্রিকেট কন্ট্রোল ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

ভারতীয় ক্রিকেট বোর্ডের বিশ্বস্ত সূত্র জানাচ্ছে, এশিয়া কাপ বাতিল হবে এমনটা ধরে নিয়েই আগাচ্ছে ভারত। কারণ গত মাসেই পাকিস্তানের প্রস্তাব করা হাইব্রিড মডেলে এশিয়া কাপ আয়োজনের প্রস্তাব নাকচ করেছে তারা। এদিকে শ্রীলঙ্কা আর বাংলাদেশের পক্ষ থেকেও পাকিস্তানক নিরপেক্ষ ভেন্যুতে এশিয়া কাপ আয়োজনের ব্যাপারে বোঝানোর চেষ্টা করা হয়েছে।

তবে নিরপেক্ষ ভেন্যুতে এশিয়া কাপ আয়োজন করতে কিছুতেই রাজি নয় পাকিস্তান। তারা চায় পাকিস্তানের মাটিতে বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজন নিয়ে দ্বিধা দ্বন্দ্বের শেষ হোক এবারই।

কারণ ২০২৫ সালেই পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হবার কথা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। তখনো পাকিস্তানের মাটিতে ভারতের খেলতে আসা নিয়ে আবারো একই রকম পরিস্থিতি সৃষ্টি হবে। তাই এই এশিয়া কাপের মাধ্যমেই উদ্ভুত পরিস্থির মিমাংসা করতে চায় পাকিস্তান।

এদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সভাপতি নাজাম শেঠি খুব ভালো ভাবেই অবগত আছেন পাকিস্তানের জনমত নিয়ে। নিরপেক্ষ ভেন্যুতে সম্পূর্ণ এশিয়া কাপ আয়োজন করলে পাকিস্তানের মানুষও যে সেটা ভালো চোখে দেখবে না তা ভালোই জানে পিসিবি। তাই নিজেদের মাটিতে এশিয়া কাপ আয়োজন ছাড়া বিকল্প কিছুই ভাবছে না পাকিস্তান।

এদিকে ভারতও তাদের অবস্থানে অনড়। তাই এশিয়া কাপ বাতিল হবার সম্ভাবনাই এখন বেশি। এশিয়া কাপ বাতিল হলে সেই ফাকা সময়ে নতুন আরেকটি টুর্নামেন্ট আয়োজন করতে চায় বিসিসিআই।

তবে কোন দেশ গুলোকে নিয়ে তা আয়োজিত হবে তা জানা যায়নি। সব মিলিয়ে এশিয়া কাপ নিগে খুব শিঘ্রই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে যাচ্ছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের তরফ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link