আফ্রিকাকে তুড়িতে উড়িয়ে দিল অস্ট্রেলিয়া!

শুধু হোয়াইটওয়াশের লজ্জা এড়ানো নয়, রীতিমত আফ্রিকাকে ধবলধোয়ায় দিল অস্ট্রেলিয়া। শেষ ম্যাচে ব্যাটে-বলে জ্বলে উঠলো সবাই, সিরিজ হারের ক্ষত সারাতে যেন আজকের ম্যাচ দাওয়াই হিসেবে ব্যবহার করলো অজিরা। আর ফলাফল আফ্রিকার ২৭৬ রানের হার। যা তাদের ওয়ানডে ইতিহাসে সবচেয়ে বড় ব্যাবধানে হারের রেকর্ড।

শুধু হোয়াইটওয়াশের লজ্জা এড়ানো নয়, রীতিমত আফ্রিকাকে ধবলধোয়ায় দিল অস্ট্রেলিয়া। শেষ ম্যাচে ব্যাটে-বলে জ্বলে উঠলো সবাই, সিরিজ হারের ক্ষত সারাতে যেন আজকের ম্যাচ দাওয়াই হিসেবে ব্যবহার করলো অজিরা। আর ফলাফল আফ্রিকার ২৭৬ রানের হার। যা তাদের ওয়ানডে ইতিহাসে সবচেয়ে বড় ব্যাবধানে হারের রেকর্ড।

অস্ট্রেলিয়া যে একটা মরণ কামড় দেবে তা আগেই অনুমেয় ছিল। তাই তো টসে জিতে তাণ্ডব শুরু করলো। ওপেনিং জুটি থেকেই এল ২৫০ রান। ট্রাভিস হেড-মিচেল মার্শের ব্যাটে টি-টোয়েন্টি মেজাজ। দুজনেই তুলেছেন সেঞ্চুরি।

১৪২ রানে হেড আর ১০০ রান করে মার্শ ফিরে গেলে তাঁদের শূন্যতা পুষিয়ে দিতে ক্রিজে আসেন ক্যামেরন গ্রীন। তিনি যেন আরও ভয়ঙ্কর রূপ ধারণ করেন। তাঁর ৫৫ বলে ১১৮ রানের ইনিংসের সামনে অসহায় হয়ে পড়ে আফ্রিকান বোলাররা। সেই সাথে অ্যালেক্স ক্যারির ৫০ রানের ইনিংসে অস্ট্রেলিয়া তোলে ৪৩১ রানের পাহাড়সম স্কোর।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ছন্নছাড়া দক্ষিণ আফ্রিকার ব্যাটিং অর্ডার। ৫০ রানেই চার উইকেট হারালে ম্যাচের ফলাফল তখনই নির্ধারণ হয়ে যায়। ব্রেভিস অবশ্য ব্যবধান কমানোর চেষ্টা করেন। খেলেন ২৮ বলে ৪৯ রানের নক। আর টনি ডি জর্জির ব্যাট থেকে আসে ৩৩।

অস্ট্রেলিয়ার হয়ে ফাইফার নেন কুপার কনোলি। ধসিয়ে দেন সফরকারীদের ব্যাটিং অর্ডার। বড় রানের চাপ সামলাতে না পেরে আফ্রিকা অলআউট হয়ে মাত্র ১৫৫ তেই।

তাতে অবশ্য কিছুই যায় আসে নি আফ্রিকার, দ্বিতীয় ম্যাচেই যে সিরিজ নিজেদের করে নিয়েছিল তারা। তবে অস্ট্রেলিয়া আরও একবার দেখালো নিজেদের দিনে প্রতিপক্ষের অসহায় হয়ে তাকিয়ে দেখা ছাড়া কিছুই আর করার থাকে না।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link