Social Media

Light
Dark

নেতৃত্ব দিতে বাবর একাই একশ!

২০০৯ সালে সবশেষ বিশ্ব জয়ের স্বাদ পেয়েছিল পাকিস্তান, আর মেজর ট্রফি জিতেছিল প্রায় সাত বছর আগে। তাই তো ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে মরিয়া হয়ে উঠেছে তাঁরা। সাম্প্রতিক সময়ে নেতৃত্ব নিয়ে পাকিস্তানের ক্রিকেটাঙ্গনে চলছে নানান রকমের সমালোচনা। শাহীন শাহ আফ্রিদিকে হুট করে সরিয়ে বাবর আজমকে অধিনায়ক বানানো কিংবা সহ-অধিনায়ক নির্বাচন না করা এসব নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে।

ads

তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি পূর্ণ ভরসা রাখছেন বাবরের ওপর। তিনি বলেন, ‘আমার বিশ্বাস নেতৃত্ব দেয়ার জন্য বাবর একাই যথেষ্ট। দলের মধ্যে এখন দারুণ সমন্বয় রয়েছে এবং তাঁরা সবাই বড় কিছু করার সামর্থ্য রাখে।’

এছাড়া তিনি আরো যোগ করেন, ‘হার কিংবা জিতের কথা না ভেবে খেলায় মনোযোগ দিতে পরামর্শ দিয়েছি ক্রিকেটারদের। তাঁদের মনে করিয়ে দিয়েছি যে ফলাফল আল্লাহর হাতে, তোমরা শুধু নিজেদের সেরাটা দাও। আমার মনে হচ্ছে ছেলেরা এবারের বিশ্বকাপে অনেক দূর যাবে।’

ads

এমন সময়ে দলের সমালোচনা নয়, বরং দলকে সমর্থন করার অনুরোধ করেছেন পিসিবি প্রধান। তাঁর মতে, অহেতুক সমালোচনা না করে ক্রিকেটারদের পাশে দাঁড়ালে বিশ্বকাপ জেতা সম্ভব হবে পাকিস্তানের পক্ষে।

তিনি বলেন, ‘দলকে সমর্থন করার এটাই সেরা সময়। সবাইকে অন্তত আগামী চার সপ্তাহের জন্য দলের সমালোচনা বন্ধ করার আহ্বান জানাচ্ছি আমি। এই দলটি আপনাদের জন্য বিশ্বকাপ জিতবে।’

এই ক্রিকেট কর্তা আরো বলেন, ‘পাকিস্তান দলে অসাধারণ প্রতিভাসম্পন্ন খেলোয়াড়রা রয়েছে। সবাইকে সমালোচনা বন্ধ করার জন্য অনুরোধ করছি। কেবল একটি ম্যাচ হেরে গেলেই ময়নাতদন্ত শুরু হয়, যা ঠিক নয়। ছেলেরা অধীর আগ্রহে অপেক্ষা করছে পুরো জাতির সমর্থনের জন্য। আমি নিশ্চিত আপনাদের সমর্থন পেলে এই দল বিশ্বকাপ জিতবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link