পরিসংখ্যান কিংবা রেকর্ড পাতা— সবটাতেই যেন নিজের একটা সাম্রাজ্য তৈরির ছাপ রাখছেন বাবর আজম। এবারের এশিয়া কাপের শুরুর ম্যাচেই খেলেছেন ১৫১ রানের দুর্দান্ত একটি ইনিংস। আর এতেই ‘বাবর’ নামের পাশে সঙ্গী হয়েছে বেশ কিছু রেকর্ড। তবে আরো একটি রেকর্ডের দ্বারপ্রান্তে রয়েছেন পাকিস্তানের এ অধিনায়ক।
একদিনের ক্রিকেটে অধিনায়ক হিসেবে বিরাট কোহলি ২০০০ রান পূরণ করেছিলেন ৩৬ ইনিংসে। অধিনায়ক হিসেবে সবচেয়ে কম ম্যাচে ২০০০ রানের মাইলফলক স্পর্শ করার দিক দিয়ে যে রেকর্ডটি এখনও অক্ষত। তবে বিরাট কোহলির এই রেকর্ডটি ভেঙে যাচ্ছে খুব শীঘ্রই। আর নতুন সেই রেকর্ডের মালিক হতে যাচ্ছেন বাবর আজম৷
এরই মধ্যে অধিনায়ক হিসেবে ৩০ ম্যাচে ১৯৯৪ রান করে ফেলেছেন বাবর আজম। অর্থাৎ বিরাট কোহলির পুরনো রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ার একদম দ্বারপ্রান্তে রয়েছেন বাবর। এর জন্য প্রয়োজন আর মাত্র ৬ টি রান।
দিন দুয়েক বাদেই পাল্লেকেলেতে হবে ভারত-পাকিস্তান ক্ল্যাসিক লড়াই। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে সে ম্যাচেই নিশ্চয় নতুন এ রেকর্ডটি গড়তে চাইবেন বাবর আজম।
বাবর অবশ্য আগের ম্যাচে ১৫১ রানের ইনিংস দিয়েই অনেককে টপকে গিয়েছেন। ওয়ানডে ক্যারিয়ারে ১৯তম সেঞ্চুরিটা পেলেন ১০২তম ইনিংসে। ওয়ানডে ক্রিকেট ইতিহাসে তাঁর চেয়ে কম ইনিংসে আর কেউ এ মাইলফলক স্পর্শ করতে পারেননি৷
এর আগে যে রেকর্ডটি ছিল হাশিম আমলার। প্রোটিয়া এ ব্যাটারে ১৯ সেঞ্চুরি পেতে সময় লেগেছিল ১০৪ টা ইনিংস। আর বিরাট কোহলি শতক তুলে নেওয়ার দিক দিয়ে এই ১৯ সংখ্যাটার দেখা পেয়েছিলেন ১২৪ তম ইনিংসে।
এবারের এশিয়া কাপে অবশ্য আরো কয়েকটা রেকর্ড অপেক্ষা করছে বাবরের জন্য। আর একটি সেঞ্চুরি পেলেই তিনি ভাগ বসাবেন সাঈদ আনোয়ারের কীর্তিতে। ওয়ানডে ক্রিকেটে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ২০ টি সেঞ্চুরির রেকর্ড সাঈদ আনোয়ারের।
এই মুহূর্তে বাবরের সেঞ্চুরি ১৯ টা। অর্থাৎ আর একটি সেঞ্চুরি পেলেই ছুঁয়ে ফেলবেন সাঈদ আনোয়ারের সর্বোচ্চ শতকের রেকর্ডকে।
বাবরের জন্য এই রেকর্ডটা যে আর দূর আকাশের তারা না, তা তাঁর চলতি বছরের পরিসংখ্যানের দিকে তাকালেই হয়৷ এখন পর্যন্ত ১২ টা ম্যাচ খেলেছেন। তাঁর মধ্যে ৬ টা ফিফটির পাশাপাশি খেলেন ২ টা সেঞ্চুরির ইনিংস। তবে ব্যক্তিগত অর্জনে যতই সমৃদ্ধ হউন না কেন, বাবরের কাছে মূখ্য তাঁর দলটা। ২০১২ এর পর আর এশিয়া কাপ জেতা হয়নি পাকিস্তানের। বাবর নিশ্চয়ই সেই অপেক্ষারই অবসান ঘটাতে চাইবেন৷