ব্যক্তিগত অর্জনেই কেবল সফল বাবর!

পাকিস্তানি অধিনায়ক বাবর আজমের ক্যারিয়ারে যুক্ত হল আরো একটি সাফল্য। এবার করলেন টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড। ছাড়িয়ে গেলেন অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চকে।

রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩৭ রানের ইনিংস দিয়ে টপকে যান ফিঞ্চকে। সাবেক অজি অধিয়ানায়কের করা ২২৩৬ রানের রেকর্ডটি তাঁর থেকে ৯ ইনিংস কম খেলেই টপকে যান বাবর। উল্লেখ্য যে টি-টোয়েন্টিতে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ রানের রেকর্ডটিও বাবরের দখলে। ১০৫ ইনিংসে তিনি করেন ৩৭৪৯ রান। ৩ টি শতক আর ৩৩ টি অর্ধশতকে সাজানো তাঁর টি-টোয়েন্টি ক্যারিয়ার।

বাবর আজম ৬৭ ইনিংসে ২২৪৬ রান করে এখন তালিকার শীর্ষে অবস্থান করছেন। দ্বিতীয় অবস্থানে থাকা অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ফিঞ্চ করেন ২২৩৬ রান। তবে সেজন্য তাকে খেলতে হয়েছে ৭৬ টি ইনিংস। তালিকার তিন নাম্বারে আছেন নিউজিল্যান্ডের কেইন উইলিয়ামসন। তিনি ৭১ টি ইনিংসে করেন ২১২৫ রান।

সম্প্রতি পুনরায় পাকিস্তানের সাদা বলের অধিনায়কত্বের দায়িত্ব দেয়া হয় বাবরকে। শাহীন আফ্রিদির ব্যর্থতার ফলে তাকে পুনরায় দায়িত্ব দিতে একমত পোষণ করেন পাকিস্তান ক্রিকেট বোর্ড কর্মকর্তারা। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এখন পর্যন্ত ১ -১ এ সমতা বিরাজ করছে। প্রথম ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। দ্বিতীয় ম্যাচে পাকিস্তান সাত উইকেটে জয় পায়। আবার তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ড ১০ বল এবং ৭ উইকেট হাতে রেখেই জয় নিয়ে মাঠ ছাড়ে।

দ্বিতীয় ম্যাচে বাবর ১৩ বলে ১০৭.৬৯ স্ট্রাইক রেটে তিনটি চারে করেন মাত্র ১৪ রান। আবার তৃতীয় ম্যাচে ২৯ বলে ১২৭.৫৯ স্ট্রাইক রেটে করেন ৩৭ রান। যেখানে ছিল চারটি চার এবং একটি ছক্কার মার। অর্থাৎ বলার মত তেমন কোনো পারফরম্যান্সই এখন পর্যন্ত করতে পারেননি বাবর আজম।

উভয় দল তাঁদের বাকি দুই ম্যাচ খেলবে লাহোরে। চতুর্থ এবং পঞ্চম ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৫ এবং ২৭ এপ্রিল । বাকি দুই ম্যাচে বাবর নিজেকে কতটা মেলে ধরতে পারেন সেটাই এখন দেখার বিষয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link