পার্টি করে আইপিএল জেতা যায় না!

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুম্বাই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংস শিরোপা জিতেছে পাঁচবার।  ২০০৮ সাল থেকে আইপিএল খেললেও ট্রফি জিততে পারেনি বেশ কয়েকটি দল।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুম্বাই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংস শিরোপা জিতেছে পাঁচবার।  ২০০৮ সাল থেকে আইপিএল খেললেও ট্রফি জিততে পারেনি বেশ কয়েকটি দল। তাঁদের সম্পর্কেই বিস্ফোরক এক মন্তব্য করে বসলেন ভারতের সাবেক অলরাউন্ডার সুরেশ রায়না।

ব্যর্থদের তালিকায় রয়েছে দিল্লি ক্যাপিটালস, পাঞ্জাব কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। যারা এখনো আইপিএলের শিরোপা ছুঁতে পারেনি তাঁদের খোঁচা দিয়ে মন্তব্য করেন রায়না। তিনি বলেন, ‘চেন্নাই কখনো পার্টি করেনি। তাই তাঁরা আইপিএলের অন্যতম সেরা দল। এই টুর্নামেন্টে কিছু দল রয়েছে যাদের শিরোপার সংখ্যা এখনো শূণ্য। তাঁরা নিশ্চয়ই রাত জেগে পার্টিতে অভ্যস্ত।’

এক সময় নৈশপার্টিই ছিল আইপিএলের অন্যতম আকর্ষণ। বলিউড আর ক্রিকেটার এক হয়ে যেত ম্যাচের পর । একসঙ্গে নাচে-গানে মেতে উঠতেন তারা। পার্টি নিয়ে বেশ বিতর্ক চলছিল । তার পর থেকেই বন্ধ করে দেওয়া হয় পার্টি। তবে গভীর রাতের পার্টিকেই বিরাটদের আইপিএল না জেতার কারণ হিসেবে দায়ী করছেন রায়না।

আইপিএলের ইতিহাসে অন্যতম সেরা খেলোয়াড় সুরেশ রায়না। চেন্নাই সুপার কিংসের হয়ে বেশ কয়েকবার জিতেছেন আইপিএলের তকমা। এই পর্যন্ত পাঁচটি শিরোপার ঘরে তুলেছে চেন্নাই। যার বেশির ভাগেই বিশেষ অবদান ছিল এই অলরাউন্ডারের।

চেন্নাইয়ের সফলতা নিয়ে তিনি আরো বলেন, ‘আমরা রাত জেগে পার্টি করিনি। তাই তো পাঁচবার আইপিএলের শিরোপা এবং দুইবার চ্যাম্পিয়ন্স লিগ জিততে পেরেছি।’

তাঁর মতে কিছু কিছু দল রয়েছে যারা গভীর রাতের পার্টিতে অভ্যস্ত। আর এই সংস্কৃতিই তাঁদেরকে অন্যান্য সফল দলগুলো থেকে পিছিয়ে রাখছে। এই বিষয়ে তিনি বলেন, ‘আপনি যদি রাত জেগে পার্টি করেন, তবে কিভাবে পরদিন মাঠে খেলতে পারবেন? মে-জুনের তীব্র গরমে কিভাবে বিকালের ম্যাচগুলো খেলবেন পুরো দল পার্টি না করার বিষয়ে বদ্ধপরিকর ছিল। মনে রাখতে হবে যে, আমরা সেই সময় ভারতের হয়েও খেলছি। ভাল না খেললে ভারতীয় দলে সুযোগ পাব কী করে? এখন আমি নিশ্চিন্ত। অবসর নিয়েছি। এখন পার্টি করতেই পারি।’

রায়না, আইপিএলের অন্যতম সেরা রান সংগ্রাহক। চলমান আইপিএলে ধারাভাষ্যকার হিসেবে নিয়মিতই দেখা যাচ্ছে তাকে। বর্তমানে তিনি ধারাভাষ্যকার হিসেবেই তাঁর ক্যারিয়ার বেশ উপভোগ করছেন।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...