বড় দল নিয়ে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ

আর মাত্র তিন দিন পর টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি টেস্ট খেলতে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ। কিন্তু এখনো এই সফরের জন্য দল ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু আজ জানিয়েছেন শ্রীলঙ্কা গিয়ে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলার পর দল ঘোষণা করবেন তাঁরা।

সম্প্রতি বিশ্বব্যাপী শুরু হয়েছে করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপ। বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কা সহ উপমহাদেশের দেশ গুলোতে করোনার সংক্রমণ বেশ উদ্বেগজনক। শ্রীলঙ্কাতেও প্রতিদিন আক্রান্ত হচ্ছে হাজার হাজার মানুষ। এমন পরিস্তিতিতে কোভিড প্রটোকলের নিয়মে কঠোর হয়েছে শ্রীলঙ্কা।

সব কিছু ঠিক থাকলে ১২ এপ্রিল শ্রীলঙ্কা গিয়ে তিন দিন কোয়ারেন্টাইনে থাকার পর ১৭ এবং ১৮ এপ্রিল একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। আর করোনার কারণে প্রস্তুতি ম্যাচের জন্য দল দেবে না শ্রীলঙ্কা। তাই প্রস্তুতি ম্যাচ খেলতে হবে নিজেদের মধ্যে দুই ভাগে ভাগ হয়ে। এমনকি বাংলাদেশকে নেট বোলারও দেবে না স্বাগতিকরা।

এ জন্য সব কিছু বিবেচনা করে ২১ সদস্যের প্রাথমিক দল নিয়ে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ। প্রধান নির্বাচক জানিয়েছেন শ্রীলঙ্কার ভিসা জটিলতা না থাকায় ২১ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করা হতে পারে শ্রীলঙ্কার বিমান ধরার আগের দিন।

নান্নু বলেন, ‘প্রাথমিক দল শ্রীলঙ্কায় যাবে। ওখানে গিয়ে প্রস্তুতি ম্যাচের পরে আমরা মূল স্কোয়াড দিব। যেহেতু প্রস্তুতি ম্যাচ আমাদের মধ্যে খেলতে হবে, শ্রীলঙ্কার প্লেয়ার পাব না, নেট বোলারও পাব না এজন্য আমরা বেশি প্লেয়ার নিয়ে যাচ্ছি। প্রাথমিক দল এখান থেকে ঘোষিত হবে ২১ জনের। যাওয়ার আগের দিনও দিতে পারি।। ভিসা সংক্রান্ত জটিলতা তেমন নেই।’

প্রস্তুতি ম্যাচ শেষে ২১ এপ্রিল থেকে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট এবং ২৯ এপ্রিল থেকে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

গত ৪ এপ্রিল ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলে নিউজিল্যান্ড থেকে দেশে ফিরেছে বাংলাদেশ দল। এরপর বেশির ভাগ ক্রিকেটারই নিজ নিজ জেলায় ফিরে গিয়েছে। তবে মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ সহ কয়েকজন ক্রিকেটারকে অনুশীলন করতে দেখা গেছে মিরপুরে।

শ্রীলঙ্কা সফরের প্রাথমিক স্কোয়াডে সুযোগ পাওয়ার আগে করোনা পরীক্ষা করা হবে সবার। করোনা টেস্টে নেগেটিভ আসলে তবেই বিবেচনা করা হবে শ্রীলঙ্কা সফরের জন্য। ইন্ডিয়ান প্রিমিয়াম লিগের (আইপিএল) এবারের আসরে খেলার জন্য শ্রীলঙ্কা সফর থেকে ছুটি নিয়েছেন সাকিব আল হাসান ও পেসার মুস্তাফিজুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link