তাঁদের বাঁচা-মরার লড়াই!

নতুন ক্রিকেটারদের প্রমাণের সবচেয়ে বড় মঞ্চ আইপিএল। তেমনি পুরোনো অনেক ক্রিকেটারদেরও নিজেদের নতুন করে ফিরে পাওয়ার বড় সুযোগ এই আসর। কিছু ক্রিকেটারের জন্য এবারের আসর তাঁদের ক্যারিয়ারের বড় টার্নিং পয়েন্টও হতে পারে।

টি-টোয়েন্টি ফরম্যাটে ভারতের নতুন ক্রিকেটার তৈরির কারখানা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)|

এই টুর্নামেন্ট থেকে প্রতি বছরই পাওয়া যায় কিছু নতুন প্রতিভা। যারা পরে জায়গা করে নেন ভারতের জাতীয় দলেও। তাই নতুন ক্রিকেটারদের প্রমাণের সবচেয়ে বড় মঞ্চ আইপিএল। তেমনি পুরোনো অনেক ক্রিকেটারদেরও নিজেদের নতুন করে ফিরে পাওয়ার বড় সুযোগ এই আসর। কিছু ক্রিকেটারের জন্য এবারের আসর তাঁদের ক্যারিয়ারের বড় টার্নিং পয়েন্টও হতে পারে।

এ বছর ভালো পারফর্ম করলে হয়তো ভারতীয় দলে ফিরে পেতে পারেন তাঁদের জায়গা। এবারের আসর তাই কিছু ক্রিকেটারের জন্য বাঁচা-মরার লড়াই। এমনই কিছু ক্রিকেটারকে খুঁজে বের করেছে খেলা ৭১।

  • কুলদীপ যাদব

গত কয়েক আইপিএল আসরে কুলদীপের পারফর্মেন্স বেশ হতাশাজনক। সাম্প্রতিক সময়ে ভারতের হয়েও খুব একটা ভালো স্মৃতি নেই তাঁর। মোটামুটি ক্যারিয়ারের পথ হারিয়ে ফেলেছেন এই ক্রিকেটার।

টি-টোয়েন্টি, ওয়ানডে কিংবা টেস্ট কোনো ফরম্যাটেই ভারতীয় দলে আসতে পারছেন না তিনি। ধারাবাহিকভাবে বাজে পারফর্মেন্স করায় সড়ে যাচ্ছেন জাতীয় দলের পরিকল্পনা থেকে। তবে এবারের আইপিএল তাঁর জন্য বড় মঞ্চ হতে পারে। এবার ভালো পারফর্ম করতে পারলে খুব সহজেই আবার জাতীয় দলের হয়ে ফিরতে পারেন তিনি। কেননা তাঁর বৈচিত্রময় বোলিং ভারতও নিশ্চই ব্যবহার করতে চাইবে। তাই তাঁর ক্যারিয়ারের সঠিক পথ খুঁজে পেতে এবারের আইপিএলকেই বেঁছে নিতে পারেন তিনি।

  • সাঞ্জু স্যামসন

বেশ অদ্ভুত এক অবস্থায় আছেন এই ক্রিকেটার। এই মুহুর্তে তিনি একটি আইপিএল ফ্র্যাঞ্চাইজির অধিনায়ক। তবে কেরালার এই ক্রিকেটারের জন্য ভারতীয় দল যেনো বেশ কঠিন পথ।

ভারতের টি-টোয়েন্টি দলে উইকেট কিপার ব্যাটসম্যানদের তালিকা করলে লোকেশ রাহুল, ঋষাভ পান্ত ও ইশান কিষানের পরে আসবে তাঁর নাম। তবে অধিনায়ক হিসেবে এবার নিজেকে প্রমাণ করার সু্যোগ পাচ্ছেন তিনি। অধিনায়ক হিসেবে দলকে সামনে থেকে নেতৃত্ব দিলে পারলে হয়তো তাঁর জন্যেও ভারতীয় দলের দরজা খুলে যেতে পারে।

  • দীপক চাহার

টি-টোয়েন্টি ক্রিকেটে পাওয়ার প্লেতে কিছুদিন আগেও ভারতের বোলিং এর দায়িত্ব সামলেছেন এই পেসার। তবে ভুবেনেশ্বর কুমার আবার ফিরে আসায় নিজের জায়গা নিয়ে শঙ্কায় পড়েছেন তিনি। তাছাড়া গত আইপিএলেও নজর কাড়া কিছু করতে পারেননি তিনি। তবে এবারের আসরে পারফর্ম করে ভারতীয় স্কোয়াডে নিজের জায়গা পোক্ত করতে পারেন দীপক। তাই এই আসর তাঁর ক্যারিয়ারের জন্যেও ভীষণ গুরুত্বপূর্ণ।

  • বরুন চক্রবর্তী

বরুন দুইবার ভারতের স্কোয়াডে জায়গা পেয়েও নীল জার্সি গাঁয়ে জড়াতে পারেননি। দুইবারই কারণ ছিল ইনজুরি। গতবার কলকাতা নাইট রাইডার্সের সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন তিনি। তবে ইনজুরি বরাবরই বড় বাঁধা তাঁর জন্য। এটা কী তাঁর দুর্ভাগ্য নাকি তিনি তাঁর ফিটনেসে ঠিকঠাক নজর দিচ্ছেন না সেটি একটি প্রশ্ন। তবে এবারের আইপিএল তাঁর জন্য বড় সুযোগ। এবার পারফর্ম করলে আবারো হয়তো ভারতীয় দলে ডাক পেতে পারেন তিনি।

  • মানিশ পান্ডে

ভারতের মিডল অর্ডারে এখন যে ধরনে প্রতিযোগিতা তাতে মানিশের পক্ষে তাঁর জায়গা ফিরে পাওয়া সত্যিই বড় কঠিন। তবে এটাও ঠিক তিনি কখনো সেভাবে নিজেকে প্রমাণ করার সুযোগ ও পাননি। তিনি কখনো উপরের দিকে ব্যাট করার সুযোগ পাননি। তাঁকে সবসময় কঠিন সময়েই ব্যাট করতে পাঠানো হয়েছে। স্বাভাবিকভাবে তিনি সেসময় তেমন কিছু করতেও পারেননি। তাই এবারের আইপিএল তাঁর জন্য প্রমানের বড় মঞ্চ হয়ে উঠতে পারে।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...