লিগ পর্বের শেষ ম্যাচে মালদ্বীপকে ১৪-২ গোলে বিধ্বস্ত করে প্রথমবারেই সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপের শিরোপা নিজেদের করেছে বাংলাদেশের মেয়েরা। পুরোটা সময় যেন এক গোলের উৎসব চলেছে। সাবিনা এবং লিপির পা থেকে আসে হ্যাটট্রিক। তাতে কুপোকাত মালদ্বীপ।
ম্যাচের শুরুতেই অবশ্য চমক দেখায় মালদ্বীপ। চার মিনিটের মাথায় গোল করে বসে তারা। অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষের এই হঠাৎ আক্রমণটা ভালোভাবে নিতে পারেনি সাবিনারা। ধাক্কা সামলে নিয়েই দুর্দান্ত এক ফ্রি কিকে সমতা ফিরিয়ে আনেন সাবিনা, আর এখান থেকেই শুরু হয় বাংলাদেশের দাপট।
প্রথমার্ধের শেষ পাঁচ মিনিটে চার গোলে ম্যাচের নিয়ন্ত্রণ হাতে নেয় বাংলাদেশ। সাবিনার পাসে কৃষ্ণার নিখুঁত ফিনিশিং, আবার নিলুফা আক্তারের অসাধারণ পাসে লিপি খুঁজে নেন কাঙ্ক্ষিত ঠিকানা। প্রথমার্ধ শেষে বাংলাদেশ স্কোরশিটে তোলে ছয় গোল বিপরীতে মালদ্বীপের ওই একটাই।

এরপর যেন আরও আগ্রাসী হয়ে ওঠে বাংলার মেয়েরা। তৃতীয় মিনিটে সাবিনা হ্যাটট্রিক পূরণ করেন, এরপর মাতসুশিমা সুমাইয়া ও সাবিনার ডান পায়ের বুলেট শটে স্কোরলাইন ৯-১-এ পৌঁছে যায়।
৩০ মিনিটে লিপি আক্তারের হ্যাটট্রিক, তারপর কৃষ্ণা এবং মেহেরুন গোলের ধারা অব্যাহত রাখেন। ৩৬ মিনিটে মাসুরা পারভীন গোলকিপারকে বোকা বানিয়ে দলকে ১৪তম গোল উপহার দেন। শেষ দিকে মালদ্বীপের মারিয়া একটি গোল শোধ দিলেও সেটা কেবলই স্বস্তনা।
নির্ধারিত সময় শেষে বিজয়ের উল্লাসে মাতে বাংলাদেশ। ৬ ম্যাচে ৫ জয় ও ১ ড্রতে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে ট্রফি নিশ্চিত করেছে বাংলাদেশ। তাতেই লেখা হয়েছে নতুন ইতিহাস। প্রথমবারের সাফ ফুটসাল শিরোপা যে বাংলাদেশের ডেরায়।












