গাভির হাওয়ায় ভাসিয়ে দেয়া বলটা লামিন ইয়ামাল নিজের আয়ত্তে নিতে নিতে শূন্যে ৩৬০° ঘুরে ফেললেন – অবিশ্বাস্য নিয়ন্ত্রণ, একেবারে ঘড়ির কাঁটা থামিয়ে দেয়ার মতন মুহূর্ত। তবে সেই বিস্ময়ের রেশ কাটার আগেই জালে বল জড়ান ইয়ামাল এবং গোল।
উদযাপনেও আছে নতুনত্ব, নিজের স্বভাবসুলভ উচ্ছ্বাস প্রকাশ করেননি তিনি। হাঁটার ভঙ্গিতে এগিয়ে গিয়েছিলেন কর্নার ফ্ল্যাগের দিকে, অতঃপর কিলিয়ান এমবাপ্পের স্টাইলে দুই হাত ভাঁজ করে দাঁড়ান – কি জানি, হয়তো সম্ভাব্য এল ক্ল্যাসিকো উপলক্ষে রিয়াল মাদ্রিদকে বার্তা দিয়ে রাখতে চেয়েছেন এই তরুণ।
কেবল গোল নয়, সফল ড্রিবলিং আর একটার পর একটা ডুয়েল জয়ের সুবাদে কিং আবদুল্লাহ স্পোর্টস সিটিতে মুগ্ধতার সৃষ্টি করেছিলেন তিনি। তাঁকে আটকাতে লাগাতার ফাউল করতে বাধ্য হয়েছিলেন প্রতিপক্ষ ফুটবলাররা।
তাঁর এমন পারফরম্যান্স অবশ্য প্রত্যাশিত, তবে প্রত্যাশাকে ছাড়িয়ে গিয়েছেন আরেক উদীয়মান তারকা গাভি। এদিন গোলের শুরুটা হয়েছিল তাঁকে দিয়েই। বক্স টু বক্স মিডফিল্ডার বা সেন্টার মিডফিল্ডার নয়, বরং ‘নাম্বার টেন’ ভূমিকায় এদিন মাঠে নেমেছিলেন তিনি। আর সেটাই কাজে দিয়েছে।
অ্যালেক্স বালদের একটা কাটব্যাক পাস থেকে গোলের দেখা পান এই স্প্যানিশ। আর ইয়ামালের গোলে তাঁর অবদানের কথা তো বলাই আছে, একটা লফটেড পাসেই তিনি ভেঙে দিয়েছিলেন অ্যাথলেটিকো বিলবাওয়ের রক্ষণভাগ। ম্যাচের শেষদিকে অবশ্য ইনাকি উইলিয়ামস একটা গোল শোধ দিয়েছিলেন কিন্তু অফসাইডের কারণে সেটা বাতিল হয়।
শেষ পর্যন্ত ২-০ গোলে জয় তুলে নিয়েছে বার্সেলোনা, স্প্যানিশ সুপার কাপের শিরোপা থেকে তাঁদের দূরত্ব এখন মাত্র নব্বই মিনিটের। তবে কি দলটার শিরোপা-হীন দিন শেষ হতে যাচ্ছে?